ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) এখন এক অতীত। এক সময়ের ব্রাউজারদের রাজা এখন ইতিহাসের পাতাতে। গত বছরের আগস্ট মাস থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি বন্ধ হওয়ার কথা থাকলেও ঘোষণার এক বছর পর ১৫ জুন ২০২২ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রায় ২৭ বছর চালু থাকার পর প্রতিষ্ঠানটি পুরনো ইন্টারনেট ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ করে দিয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানায়, ১৯৯৫ সাল থেকে ব্রাউজারটির চালু ছিলো। উইন্ডোজ ৯৫-এর সঙ্গে অ্যাড-অন প্যাকেজ হিসেবে এ ব্রাউজার চালু করে মাইক্রোসফট। এরপর উইন্ডোজের পুরো প্যাকেজের সঙ্গেই ইন্টারনেট এক্সপ্লোরার দিতে শুরু করে প্রতিষ্ঠানটি।
অনেকেরই প্রথম ই-মেইল, গুগল, ইয়াহু ও অরকুটের অভিজ্ঞতা এই ইন্টারনেট এক্সপ্লোরার থেকেই। ওই সময় বিশ্বব্যাপী প্রায় ৯৫ শতাংশ মানুষই এ ব্রাউজারটি ব্যবহার করতো। অত্যধিক জনপ্রিয়তার কারণে ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রাউজারটির ১১টি আপডেট ভার্সন বাজারে আনে মাইক্রোসফট।
কিন্তু বর্তমানে আধুনিক সব ব্রাউজারের ফলে এর ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২ শতাংশ। মোজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম আসার পর এক্সপ্লোরার-এর ব্যবহার অনেক কমে যায়। ব্রাউজারটি বেশ ধীরগতিরও ছিলো। এক পর্যায়ে অবস্থা এমনই দাঁড়ায় যে, ইন্টারনেট এক্সপ্লোরারের একমাত্র ব্যবহার হয়ে দাঁড়ায় ক্রম বা ফায়ারফক্স ডাউনলোড করা। ২০১৬ সাল থেকেই এই ব্রাউজার বন্ধ করার পরিকল্পনা শুরু করে মাইক্রোসফ্ট। সেই সময়ে এর পরিবর্তে বাজারে আসে এর নতুন ব্রাউজার ‘এজ’। তখন থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে দিয়ে নতুন ব্রাউজারটির ওপর বাড়তি মনোযোগ দিতে শুরু করেছিলো মাইক্রোসফট। এরই মধ্যে মাইক্রোসফট তাদের নতুন ব্রাউজার ‘এজ’ সে জায়গা নিয়ে নিয়েছে।
ছবি ও তথ্যঃ মাইক্রোসফট।