নাথিং, ওয়ান প্লাস -এর সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই-এর নেতৃত্বে কনজিউমার টেক স্টার্টআপ, তাদের প্রথম স্মার্টফোনের পিছনের নকশা প্রকাশ করেছে। লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং ইয়ারফোনের পর বিশ্ববাজারে এই প্রথমবারের মতো বাজারে স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। কর্তপক্ষ বলছে, ১২ জুলাই বিশ্বব্যাপী একসঙ্গে উন্মোচিত হবে নাথিং ফোন। প্রথমত, প্রতিষ্ঠানটি দাবি করছে, আইফোনকে টক্কর দিতেই আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোন বাজারে আসছে। কার্ল পেই নাথিং ফোনের প্রধানের দায়িত্বে আছেন। এই তথ্যই বলে দিচ্ছে, বিশ্বে সাড়া ফেলবে এই ফোন। বলা হচ্ছে, ফোনের ভেতরে কি রয়েছে তা বাহির থেকে দেখা যাবে। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল। প্রযুক্তি সংস্থা টিপ্সটার ফোনটির আংশিক তথ্য ফাঁস করেছে। সেখান থেকে জানা যাচ্ছে, আইফোনের তুলনায় নাথিং ফোনের দাম অনেকটাই কম হবে।
ফোনটিতে সম্ভবত একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে । এই ডিসপ্লে ৯০ হার্ৎজ় রিফ্রেশ রেটড সাপোর্ট করবে। এইচডিআর ১০ প্লাস সার্টিফিকেশন থাকছে, যার দ্বারা এসআরজিবি কালার এবং ডিসিআই-পিথ্রি কালার গ্যামুট সাপোর্ট করবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের ব্যবহার দেখা যেতে পারে ফোনটিতে। র্যাম থাকবে ৮ জিবি এবং রম ১২৮ জিবি।
ফোনটিতে ট্রিপল ক্যামেরার সেটআপ থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও সেলফির জন্য ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি । ওয়ারলেস চার্জারের ফোনটি চলবে নাথিং ওএস প্ল্যাটফর্মে।
সফ্টওয়্যারের দিক থেকে নাথিংয়ের প্রথম ফোনটি চালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমের সাহায্যে। দিন কয়েক আগেই নাথিং ফোন লঞ্চারের প্রিভিউ ভার্সনটি লঞ্চ করা হয়েছে।
তথ্য ও ছবিঃ টুইটার