পোস্টবক্স। ফেইসবুকের একটি জনপ্রিয় গ্রুপ। এবার প্রাণের বাংলার সঙ্গে তারা গাঁটছড়া বাঁধলেন। প্রাণের বাংলার নিয়মিত বিভাগের সঙ্গে এখন থাকছে পোস্টবক্স-এর রকমারী বিভাগ। আপনারা লেখা পাঠান পোস্টবক্স-এ। ওখান থেকেই বাছাইকৃত লেখা নিয়েই হচ্ছে আমাদের এই আয়োজন। আপনারা আমাদের সঙ্গে আছেন। থাকুন পোস্টবক্স-এর সঙ্গেও।

অদ্ভুত সমর্পণ
চার দেয়ালে বন্দি না থাকা মন,
বেরিয়ে পড়ে বিশ্বের আনাচে-কানাচে,
উত্তর-দক্ষিণ, পশ্চিম কিংবা পূর্ব ;
পঞ্চ ইন্দ্রিয়ের অভিজ্ঞতায়, বিষাদের কালো ছায়ায়,
ছেয়ে যায় মনের অলিগলি, সীমান্ত।
মন আজ আগাম গুনতে পারে,
প্রান্তিক গোষ্ঠীর ভেসে উঠা পাঁজরের হাড়,
মন আজ পরিমাপ করে পেটে বাঁধা পাথরের ভার।
মন আজ দেখতে পায় শতসহস্র পিন-মারা লাশের পাহাড়,
শুনতে পায় স্বজনহারার আর্তনাদ, করুণ হাহাকার ।
মন আজ শুনতে পারে ভঙ্গুর অর্থনীতির মর মর শব্দ ।
মন আজ অনুভব করে রাজা থেকে ফকির হবার গল্প ।
বাতাসের ঘ্রাণে ধেয়ে আসে দুর্ভিক্ষের লক্ষণ,
আতঙ্কের ঝাঁঝালো স্বাদে বিস্বাদ হয় স্থবির হওয়া দিনক্ষণ।
আতঙ্ক আজ মনের একচ্ছত্র দখলদার
উপলব্ধি করে মন নশ্বর পৃথিবীর ক্ষমতার সীমা-
“হায় রে ক্ষুদ্রাতিক্ষুদ্র জৈব কণা !
তোমার কাছে হার মেনে যায় ,
বিজ্ঞানের বিজিত রাজ্যের গর্বিত বাসিন্দা!”

কোনো এক অভাগা দেশের গল্প
সারি সারি লাশ
এখানে ওখানে পড়ে আছে,
আপনি আমি আমরা
ভয়ে কেউ লাশ সরাতে আসছে না,
হত বিহবল মানুষ ঘরে বসে আছে
এক সময় খাদ্য সংকট
অনাহারে মৃত্যু
ভাঙচুর
মারামারি
লাশের গন্ধ ছড়াচ্ছে….
মানুষ পালাচ্ছে
কেউ কাউকে চিনছে না
বাচতে চাচ্ছে সবাই
অথচ পড়ে থাকা লাশ থেকে
বিকট গন্ধ
চারিদিকে র আর্তনাদে
অবুঝ শিশু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে!!
বদলে যাওয়া এ পৃথিবী শিশুর চোখে ফ্যাকাশে বিস্ময় রেখে যায়!

প্রেম বিদ্বেষী করোনা
হায়! এমনদিনে কেন এলো ভাইরাস “করোনা”
তোমার কাছে যেতে আমার এখন তাই মানা।
দূর হতে চিঠি লিখো, কল দিও, ছুঁতে এসো না
প্রেম-ভালোবাসা নেবো, আদর নেয়া যাবে না।
এমন শীতল-হিমেল কাছে জড়িয়ে থাকার দিনে
প্রেম বিদ্বেষী “করোনা” এলো আপন-পর না চিনে।
কাছের মানুষ দূরে নিতে মহামারী করোনা এলো
এমন প্রেমের খরায় যেটুকু সম্বল তাও কেড়ে নিলো।
বহুকালের অপেক্ষায় ক্লান্ত আমি অবসন্ন মনে
প্রিয় এলো আজ অসময়ে কাছে যাওয়া হলো না
প্রেম বিলাসী এই আমাকে গ্রাস করো যদি হায়
ভুল করেও প্রিয়কে আমার আঘাত তবু করো না।
No Comment! Be the first one.