নতুন বছরে, iOS এর একটি নতুন সংস্করণ। এবার অ্যাপল অনেকগুলি পরিবর্তন আনছে যা আপনি কীভাবে আপনার আইফোন ব্যবহার করেন তার উপর বিরাট প্রভাব ফেলতে পারে। সোমবার গভীর রাতে অনুষ্ঠিত হওয় Apple WWDC 2022 নতুন আপডেটেড ওই অপারেটিং সিস্টেম লঞ্চ করা হয়। এতে রয়েছে একাধিক আপডেট। লক স্ক্রিন থেকে শুরু করে, কমিউনিকেশন এবং ইন্টেলিজেন্স ফিচার সবকিছুই দেওয়া হয়েছে নতুন এই আপডেটে।
সবচেয়ে উল্লেখযোগ্য কিছু আপডেটের মধ্যে রয়েছে:
– থাকছে অ্যাপল ওয়াচ দ্বারা অনুপ্রাণিত লক স্ক্রিন উইজেট।
– আপনার লক স্ক্রিনের নোটিফিকেশান গুলি এখন নীচে থেকে উপরে স্ক্রোল করতে হবে যেন আপনি আপনার ওয়ালপেপার আরও ভালভাবে দেখতে পারেন৷এতদিন পর্যন্ত ফোনে iPhone-এর নোটিফিকেশন পরপর দেখা যেত। এর ফলে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে থাকা কোনও অবজেক্ট ঢাকা প়ড়ার সম্ভাবনা থাকতো। কিন্তু নতুন আপডেটে যাবতীয় নোটিফিকেশন অ্যাড হবে ফোন লক স্ক্রিনের একদম নীচে। ব্যবহারকারী তাঁর সুবিধা মতো ওই নোটিফিকেশন বার থেকে পছন্দের নোটিফিকেশন দেখতে পাবেন।
– প্রিয়জনের সঙ্গে মুহূর্তের মধ্যে ছবি বা ভিডিয়ো শেয়ার করতে পারবেন। এরজন্য ফোনে দেওয়া থাকছে বিশেষ iCloud লাইব্রেরি। এবং সেই লাইব্রেরির সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারবেন ফোন ক্যামেরা অ্য়াপ। ফলে ছবি তোলার সঙ্গে সঙ্গে তা পৌঁছে যাবে প্রিয়জনের কাছে।
– অ্যাপলের ‘লাইভ টেক্সট’ এখন ভিডিওর সঙ্গেও কাজ করবে । এটি এখন অন্য ভাষায় অনুবাদও করতে পারবে।
– “অ্যাপল পে”র মাধ্যমে ছয় সপ্তাহের মধ্যে চারটি কিস্তিতে কেনাকাটা সুযোগ থাকবে
– Apple Maps এখন 15টি স্টপ পর্যন্ত ট্রিপের পরিকল্পনা সমর্থন করবে
– “স্পটিয়াল অডিও” এখন “ট্রু ডেপ্ত” ক্যামেরা ব্যবহার করে আপনার মাথার আরো সঠিক অবস্থান নির্ণয় করতে পারবে।
– সম্প্রতি পাঠানো ম্যাসেজ গুলি এডিট এন্ড আনডু করা যাবে।
-লক স্ক্রিনে ফোকাস মোড চালু থাকলেও এবার তা আরও আকর্ষণীয় করে তুলেছে Apple। ফোকাস মোডে ব্যবহারকারী নিজের পছন্দের বিভিন্ন অ্যাপস রাখতে পারবেন। যেমন ক্যালেন্ডার, মেইল, মেসেজ ইত্যাদি
আগামী মাস থেকে নতুন OS বিটা ভার্সনে ব্যবহারকারীদের কাছে পাঠানো হবে। iOS 16 এর সমাপ্ত সংস্করণটি iPhone 14 ঘোষণার ঠিক পরেই সেপ্টেম্বরে আসবে।
ছবি ও তথ্যঃ গুগল