ডেনিম অথবা টুইডের জ্যাকেট পড়তে ভালোবাসতেন মার্কেস। তাঁর ছবি দেখলে বোঝা যায় ভদ্রলোক পরিধেয়র ক্ষেত্রে এক ধরণের ছিমছাম স্টাইল অনুসরণ করতেন। বেশ কায়দা করে কোটের সঙ্গে মিলিয়ে গলায় বাঁধতেন স্কার্ফ। আবার কখনও ডেনিমের শার্ট পরতেন সাধারণ প্যান্টের সঙ্গে। এ ধরণের পোশাক পরে মার্কেসকে লেখার টেবিলে টাইপরাইটারে গভীর মনযোগে লিখতে দেখা গেছে।
গেল বছর আমেরিকায় মার্কেসের ব্যবহৃত প্রায় ৪০০ পোশাক নিলামে বিক্রির ব্যবস্থা করা হয়েছিলো।নিলাম অনুষ্ঠানের নাম দেয়া হয়েছিলো ‘ওয়াডড্রোব অফ মার্কেস’। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের নাতনি এমিলিয়া গার্সিয়া এলিজন্দো ছিলেন সেই নিলামের আয়োজক। পৃথিবী বিখ্যাত এই সাহিত্যিকের জামাকাপড় বিক্রির টাকা তিনি তুলে দেন দক্ষিণ মেক্সিকোর আদিবাসীদের উন্নয়নে কাজ করছে এমন একটি সংগঠনের তহবিলে।
মার্কেসের পোশাকের এই নিলাম অনুষ্ঠান ফ্যাশন ডিজাইনারদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। মার্কেসের ব্যক্তিত্বের প্রকাশ তাঁর পোশাকের মাঝে কীভাবে ঘটেছে সেটাই তাদের কাছে গবেষণার বিষয় হয়ে উঠেছে।
লাতিন আমেরিকার পোশাক সংস্কৃতির অনেকটাই ধারণ করতেন গার্সিয়া মার্কেস। ডেনিম কাপড়ের শার্টের সঙ্গে কখনো কখনো তাকে ডেনিম প্যান্টেও দেখা যেতো। এ ধরণের পোশাকের সঙ্গে মার্কেস একটু উঁচু বুট পড়তেন। ছোটখাট দৈহিক অবয়বের মানুষ ছিলেন তিনি। কিন্তু ফ্যাশন সংশ্লিষ্ট মানুষরা মনে করেন, এ ধরণের পোশাকে ‘হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড’ উপন্যাসের লেখককে দারুণ মানিয়ে যেতো। আবার যখন ডোরাকাটা টুইডের কোট পরতেন তিনি, গলায় বাঁধতেন সিল্কের স্কার্ফ তখন আবার ভিন্ন এক অবয়ব ধারণ করতেন এই নন্দিত কথা সাহিত্যিক। গার্সিয়া মার্কেসের যেসব কোট বা জ্যাকেট নিলামে বিক্রি হয়েছে সেগুলোর পকেটে পাওয়া গেছে কলমের কালির দাগ।
মার্কেসের নাতনি জানিয়েছেন, তার দাদু সবসময় কাপড় বানাতে চলে যেতেন পছন্দের দর্জির কাছে। তাঁর একজন নির্দিষ্ট দর্জি এবং ডিজাইনার ছিলো। এই নিলাম অনুষ্ঠানে মার্কেসের একটি টুইডের ব্লেজার অবশ্য বিক্রি করা হয়নি। এটি ছিলো লেখকের স্ত্রী মার্সিডিস বার্চারের। এই ব্লেজারটা পরে মার্কেস ১৯৮২ সালে নোবেল পুরস্কার আনতে গিয়েছিলেন। এই ব্লেজারটি সেখানে রাখা ছিলো শুধুমাত্র প্রদর্শনীর জন্য। মার্কেস পোশাক বাছতেন স্বস্তি এবং আরামের জন্য। পাশাপাশি ফ্যাশন সচেতনতাও ছিলো তাঁর মাঝে। আর সেই ফ্যাশন সচেতনতাকে ব্যবহার করে এই নন্দিত লেখক তৈরি করেছিলেন পোশাকের একটি নিজস্ব ঘরানা। যাকে অনেকেই মার্কেসিয় স্টাইল বলে থাকেন।
মার্কেস সব সময় পকেটে একটি মার্কার কলম রাখতেন পাঠকদের স্বাক্ষর দেয়ার জন্য।বিভিন্ন সময় ছবিতে তার শার্টের পকেটে গোঁজা অন্য কলমও দেখা গেছে। তবে অবশ্যই কলমের সঙ্গে সঙ্গে থাকতো কালির দাগও।
প্রাণের বাংলা ডেস্ক
তথ্যসূত্রঃ লিটারেরি হাব, নিউজ ১৮
ছবিঃ গুগল