ব্যান্ড তারকা মাকসুদুল হক’র জন্য এবার নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। মাকসুদুল হকের জন্য প্রিন্সের তৈরি নতুন এ গানের নামকরণ করা হয়েছে ‘সাতে-পাঁচে’। গান রচনা করেছেন গীতিকবি স্যামুয়েল হক। সঙ্গীতায়োজনে সাজিদ সরকার।
২৫ বছর আগে প্রিন্স মাহমুদের সুরে ক্ষমা অ্যালবামে ‘কেন মন নিয়ে এত দাও যন্ত্রণা’ গানটি গেয়েছিলেন মাকসুদুল হক। দীর্ঘ বিরতির পর এবাদে ঈদ প্রকাশ পাচ্ছে প্রিন্স-মাকসুদ জুটির নতুন এই গান। আশা করা যায় শ্রোতাদের ভালো লাগবে।
প্রিন্স মাহমুদ বলেন, এবার মাকসুদ ভাইয়ের জন্য একটু অন্যরকম- মানে, একদমই নতুন ধাঁচের গান করেছি। আশা করছি, এ গানটি সবার পছন্দ হবে। বলতে পারি, এ গানের মাধ্যমে এক নতুন মাকসুদ ভাইকে পাবেন শ্রোতারা।
প্রিন্স-মাকসুদের ‘সাতে-পাঁচে’- এই গানটির-ভিডিও বানিয়েছেন নাজমুস সাদাত নাজিম। এটি প্রকাশ পাচ্ছে দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে।
প্যাকআপ ডেস্ক