
পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে ফের বড়পর্দায় ফিরছে ‘ফেলুদা’। সত্যজিৎ রায় রচিত ফেলুদার বিখ্যাত উপন্যাস ‘হত্যাপুরী’ অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন তিনি। প্রেক্ষাপট পুরী। এবার টলিউড পেতে চলেছে নতুন ফেলুদা, তোপসে ও জটায়ুর জুটি। টলিউডের নতুন ফেলুদা হচ্ছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবির পুরো কলাকুশলীদের সামনে আনলেন পরিচালক সন্দীপ রায়। জুন মাস থেকে শ্যুটিং শুরু হয়েছে ‘হত্যাপুরী’র, কিছুদিন পরেই ছবির শুটিংয়ে পুরী পাড়ি দেবে গোটা টিম।
এখানে তোপসের চরিত্রে আয়ুশ দাস আর জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে। এছাড়াও ছবিতে ডি.জি সেনের চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্য়ায়কে।
এক সাক্ষাৎকারে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন,’বোম্বাইয়ের বোম্বেটে থেকে পথ চলা শুরু। সেই থেকে আমায় আর ফিরে তাকাতে হয়নি। এখনও চলেছি।’ গলা ধরে এল পরাণ বন্দ্যোপাধ্যায়ের। চোখের কোণে চিকচিক করে উঠলো জল। আবেগপ্রবণ হয়ে বলে উঠলেন, ‘এই আনন্দ আমার কাছে অনেকটা।’
প্যাকআপ ডেস্ক
সূত্র: জি ২৪ ঘন্টা