বলিউডের মূল ধারার নায়িকাদের মধ্যে তিনিই প্রথম বিকিনি পড়ে শ্যুট করে সাড়া ফেলে দিয়েছিলেন। আজও সেই ঘটনার কথা সবাই মনে রেখেছেন।তখন নানা সমালোচনা, নিন্দা, ধিক্কার, চোখ রাঙানির মুখোমুখি হতে হয়েছে সত্যজিতের প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুরকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর জানালেন সেই অভিজ্ঞতার কথা। সেটা ছিলো ‘ফিল্মফেয়ার’-এর জন্য একটা ফোটোশ্যুট। ম্যাগাজিনের প্রচ্ছদে ওই ছবি ছাপা হয়েছিলো। সাদা কালো বিকিনিতে শর্মিলা। এখনও সেই ছবি কেউ ভুলতে পারে না।
বিয়ের কিছু দিন আগেই এই ফোটোশ্যুটটি করেছিলেন তিনি। ‘ফিল্মফেয়ার’-এর তথ্য অনুযায়ী এই ফোটোশ্যুটের বিষয়বস্তুটি শর্মিলা ঠাকুরেরই মস্তিষ্কপ্রসূত ছিলো। তাঁর মনে প্রচণ্ড আত্মবিশ্বাস ছিলো তবে এতোটা সাহস ছিলো না ফটোগ্রাফারের।‘টু-পিস’ বিকিনির ছবি দেখানোর পর ফটোগ্রাফার ঘাবড়ে গিয়েছিলেন। বার বার শর্মিলাকে ঠাকুরকে প্রশ্ন করছিলেন, ‘ আপনি নিশ্চিত তো যে এই ছবিগুলো তুলতে চান?’ শুধু তাই না, কোনও কোনও শটের সময়ে তাঁকে চাদর দিয়ে নিজেকে ঢেকে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন শর্মিলা ঠাকুর।
শর্মিলা ঠাকুর আরও বলেন, ‘আমার জীবনবোধ চিরকালই হাওয়ার বিপরীতে ছিলো। কিন্তু তখন সমাজ যে পরিমাণ রক্ষণশীল ছিলো যে এ সব ভাবাই অন্যায় ছিলো। আমি সেটা করে দেখিয়েছিলাম। কিন্তু ছবি ছেপে যাওয়ার পর মানুষের ভ্রুকুটির সামনে পড়ে আমার খারাপ লেগেছিলো। মনে মনে ভাবছিলাম, আমাকে দেখতে তো ভালই লাগছে। কেন তা হলে লোকে এত কথা বলছে?’
তখন শর্মিলা ঠাকুরকে শুনতে হয়েছিলো, তিনি আসলে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই শ্যুটটি করেছিলেন। কেউ কেউ আবার বলেছিলেন, ‘ছবিগুলো খুব অস্বস্তিকর ও ভৌতিক’।
বিনোদন ডেস্ক
তথ্যসূত্র: আনন্দ বাজার
ছবি:গুগল