
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন আনল শাওমি। মডেল রেডমি কে ২০ প্রো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনটি নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। শাওমি দাবি করছে দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির ফোন এটাই। চীনের বাজারে এই ফোনের বিক্রি শুরু হয়েছে। ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এবং ৮ জিবি র্যাম। যা ফোনটিকে দ্রুত গতিতে কার্য সম্পাদনে সহায়তা করবে। ওয়ান প্লাস সেভেন প্রো, রিয়েলমি ৩ প্রো-দের টেক্কা দিতেই শাওমির নয়া বাজি এই কে২০ সিরিজ। রেডমি কে ২০ প্রো ফোনের ভিতরে রয়েছে ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটর জন্য রয়েছে ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস, টাই সি পোর্ট পোর্ট আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ। রেডমি কে ২০ প্রো ফোনে রয়েছে একটি ৪,০০০ মিলি অ্যাম আওয়ার ব্যাটারি। সঙ্গে রয়েছে ২৭ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। রেডমি কে ২০ প্রো ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ৮ মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য রয়েছে একটি ২০ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা। রেডমি কে ২০ ফোনে রেডমি কে ২০ প্রো ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। তবে রেডমি কে ২০ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০ চিপসেট, ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ আর ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। কানেকটিভিটির জন্য ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে।
ছবি: গুগল
No Comment! Be the first one.