ব্যাংকিং খাতে দেশি ব্যাংকসমূহের মধ্যে বৃহৎ করদাতা ইউনিট- এর আওতায় ২০১৬ সালে শীর্ষ করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত, এমপি গত ২৪ নভেম্বর রাজধানীর জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের হাতে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড তুলে দেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও সদস্য মো. আবদুর রাজ্জাক অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক দেশের শীর্ষ ব্যাংক হিসেবে এ যাবৎ রাজস্ব বাবদ ১০ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করেছে।
আপন মনে
জীবন কাব্য
মেনু
Comments
No comment