জ্বি বাংলার রিয়ালিটি শো ‘মীরাক্কেল’-এর জনপ্রিয়তা বাংলাদেশেও রয়েছে।সে কারণে শ্রীলেখা মিত্রও বাংলাদেশে পরিচিত মুখ।তবে মীরাক্কেল সিজন ১০-এ বিচারকের আসনে আর শ্রীলেখা থাকছেন না।তার জায়গায় আসছেন পাউলি দাম।এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিচ্ছেন শ্রীলেখা। ৩০ আগস্ট ছিলো এই অভিনেত্রীর জন্মদিন। আগের রাতেই মেয়ে মাইয়্যা বাড়িতে ইয়া বড় কেক এনেছে। উপহারের কেকও এসেছে।
এদিকে শুধু ‘মীরাক্কেল’ নয়, বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ, সিরিজের কাজও হারিয়েছেন শ্রীলেখা একই সময়ে।তবে তার কথা তবুও কাউকে তেল দেওয়া আমার দ্বারা হবে না।
নিজের জীবন ধারণেও তো উপার্জন লাগে! ইন্ডাস্ট্রিতে না থাকতে পারলে চলবেন কী করে এ প্রশ্নে শ্রীলেখা বলেন ‘হ্যাঁ জীবন চালাতে টাকা-পয়সা লাগে।’ তবে সেই সঙ্গে নিজেকে বিশ্লেষণ করে বলেন, ‘আসলে শ্রীলেখার হাঁ-মুখ ছোট তো! তাই খাওয়ার পরেও উদবৃত্ত থেকেই যায়। তাই দিয়ে দিব্য চলে যাচ্ছে মা-মেয়ের সংসার।’
বিনোদন ডেক্স
ছবি: গুগল