কালো রঙ ১১ শতাব্দীতে ছিলো নৈতিকতা আর কর্তব্যপরায়ণতার প্রতীক। এই সময়ের পর পোশাকে কালো রঙের প্রধান্য চলে যায় ধর্মীয় শক্তির দখলে। তখনকার সমাজে কালো রঙের পোশাক পরিধেয় ছিলো ক্ষমতাধরদের। পোশাকে কালো রঙের ব্যবহার নিয়ে যারা মাথা ঘামান তাদের বক্তব্য হলো, এই রঙ রোমান সাম্রাজ্য থেকে শুরু করে পরবর্তী সময়ে শক্তিমত্তার পরিচয়ই প্রকাশ করতো।
কালো রঙের পোশাক মধ্যযুগের পরে ধীরে ধীরে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মাঝে প্রাধান্য পেতে শুরু করে।মজার ব্যাপার হচ্ছে, ষোড়শ শতকে রাশিয়ায় আইভান দ্য টেরিবলের সময়ে গুপ্ত পুলিশের সদস্যদের পোশাক ছিলো কালো। ফ্যাশান নিয়ে যারা গবেষণা করেন তাদের মত হচ্ছে, বিংশ শতাব্দীতে হিটলারের কুখ্যাত এস এস বাহিনীর পোশাকও সেই গুপ্ত পুলিশের পোশাকের অনুকরণ ছিলো। ওই সময়ে ইতালীতে মুসলিনী এক অনুগত বাহিনী গড়ে তোলেন ‘ব্ল্যাকশার্টস’ নামে। এই বাহিনীর সদস্যরা সবাই কালো শার্ট পরিধান করতো।
পোশাকে কালো রঙের প্রধান্য নিয়ে কিছু গবেষক বলেন, এই রঙ একই সঙ্গে নাটকীয় এবং বিদ্রোহের প্রতীকও। পপ আর রক গানের শিল্পীরাও বিভিন্ন সময়ে এই পোশাককে প্রাধান্য দিয়েছেন সেমাজের প্রথার বিরুদ্ধে গিয়ে। কারণ কালো রঙকে বিভিন্ন সমাজের মানুষ অপয়া বলেও ভাবে।ফ্যাশন ডিজাইনাররা একবিংশ শতাব্দীতে এসে বলছেন, কালো রঙ যৌন আবেদনকেও প্রকাশ করে। পাশাপাশি এই রঙের পোশাক যে কোনো কিছুর সঙ্গেই মানিয়ে যায়। কালো রঙ ফ্যাশনের ইতিহাসে বহু যুগ ধরে যৌন আবেদন, বিদ্রোহ, ক্ষমতা আর মৃত্যুর প্রতীক হিসেবে পোশাকে প্রধান্য পেয়ে আসছে। সময়ের হাত ধরে এই রঙ ফ্যাশন সচেতন মানুষের ভালোলাগার অন্তরঙ্গ হয়ে উঠেছে।
তথ্যসূত্রঃ বিবিসি কালচার
ছবিঃ গুগল
স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।
সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।
Email: Article: [email protected], Avertising: [email protected]
Phone: +8801818189677, +8801717256199