শ্রাবনের বর্ষণমূখর সন্ধ্যায় আঁলিয়স ফ্রসেজের গ্যালারী সেজে উঠলো রংবেরংয়ের বিচিত্র পোশাকে। ‘সুই সুতা আর এক ঝাপটা পানি’ শিরানামে এই প্রদর্শনীর আয়োজন করে পিরান বাংলাদেশ।১০আগস্ট থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।আপনি চাইলে প্রদর্শনী থেকেই আপনার পছন্দের পোশাকটি কিনতে পারেন। না হলে আপনাকে অর্ডার করতে হবে ‘পিরান বাংলাদেশ’ এর ফেইসবুক পেইজে।
দেশীয় বুনন আর লোকজ শিল্পীদের নিয়ে কাজ করে আসছে পিরান অনেক দিন ধরে। তাদের পাশে আছে বেসরকারী উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। তাদের যৌথ প্রয়াসের মূল উদ্দেশ্য প্রান্তিক গোষ্ঠীকে নগরায়নের যুদ্ধের সঙ্গে তাল মিলিয়ে নতুন সময়ের জন্য প্রস্তুত করে তোলা।তাই তারা বেছে নিয়েছে বেরাইদ নামের একটি গ্রামকে।ঢাকার সন্নিকটে ভাটারা থানা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে এই গ্রাম বেরাইদ। এক সময় এই গ্রামবাসীর জীবিকা ছিলো গৃহস্থি আর টুকটাক জুতার কাজ।বালু নদের তীরে অবারিত সবুজ মাঠ আর এক ফসলী জমি নিয়ে সুখেই ছিলো গ্রামের মানুষজন।
তবে নগরায়নের ছোয়া লেগে যায় এসব মানুষের জীবনেও।বালু নদ আজ শুধুই বালুতে ভরা। সেই বালুর বুকে পিচের রাস্তা। মসৃন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। আর ধ্বংস হয়েছে বেরাইদবাসীর সুখী জীবন।বিভিন্ন কোম্পানীর জমি দখল আর নদী ভরাটের ঘুর্ণিাবর্তে বাস্তুভিটা থেকে উৎখাত হচ্ছে বেরাইদবাসী। তেমনি সেই বেরাইদবাসীর পাশে দাঁড়িয়েছে পিরান বাংলাদেশ। এখানকার নারীদের নিয়েই এগিয়ে চলেছে পিরান।এই গল্প সেই সব নারীদের।তারা কাপড়ে খোদাই করে চলেছেন তাদের স্বপ্ন,সংঘাত বাস্তবতা আর ছোট ছোট কিছু ইচ্ছে। দেশি তাঁতের কাপড় ও পুন-ব্যবহার জিন্সের কাপড়ের উপর অ্যাপলিকের কাজ, পাটের দড়ি, সূতার নানান নকশার আবক্ষে তার দাঁড়া করিয়েছে ১৫টি গল্প।পিরানের একমাসের হাতে-কলমে প্রশিক্ষণপ্রাপ্ত এইসব নারীরা ঘরকন্নার কাজ সামলে নিজেদের স্বপ্নকে একটু একটু করে মেলে ধরেছে।
প্রদর্শনীতে গেলেই আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন।
সেদিনের সেই সন্ধ্যায় আঁলিয়শের ছোট্ট উঠানে বেরাইদবাসী ছেলেমেয়েরা সেইসব পোশাক গায়েদিয়ে মনোরোম একটা ফ্যাশন’শোতেও অংশ নিলো।বলা চলে কোনো অংশেই তারা কম যায় না। আপনারা যারা এখনও প্রদর্শনীতে যাননি ইচ্ছে করলে একবার ঘুরে আসতে পারেন। এ এক অন্যরকম ইতিহাস।
পিরান বাংলাদেশের লিংক
https://www.facebook.com/piranbyjoyeeta
স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।
সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।
Email: Article: [email protected], Avertising: [email protected]
Phone: +8801818189677, +8801717256199