জয়পুরী মাংস

উর্মি রহমান

লেখক, কলকাতা থেকে

প্রকাশ: 21 Dec 2023

1625 বার পড়া হয়েছে

Shoes

এই রান্না জয়শ্রীর কাছে শেখা। ওর স্বামী দীপায়ন চট্টোপাধ্যায় লন্ডনে বিবিসিতে আমার সহকর্মী ছিলো আর আমরা এক পাড়াতেই থাকতাম। তখন আড্ডা, খাওয়া সবই চলতো। তখন জয়শ্রী এটা শিখিয়েছিলো।

জয়পুরী মাংস

উপকরণ:
মাংস - ১ কিলো
পেঁয়াজ - ২৫০ গ্রাম
আদা - ৭৫ গ্রাম
দই - ২৫০ গ্রাম
আস্ত ধনে - ৩ চা চামচ
শাজিরে - ৩ চা চামচ
বড় এলাচ - ৫টি
শুকনো মরিচ কুচি - ৪টি
তেজপাতা - ২টি
ঘি - ২ টেবিল চামচ
নুন - স্বাদমত

প্রণালী:

পেঁয়াজ ও আদা চাক চাক করে কাটতে হবে। দই বাদে সব মশলা ও ঘি দিয়ে মাংস চুলায় বসিয়ে আঁচ কমিয়ে দিতে হবে।তারপর যখন মাংস থেকে তেল বের হবে তখন দই দিয়ে দিতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে। মাখা মাখা হলে নামাতে হবে।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199