পাস্তার জর্দা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 19 Oct 2023

735 বার পড়া হয়েছে

Shoes
আলভী রহমান শোভন

ডেজার্ট খেতে কে না পছন্দ করে ! আবার দিনের প্রধান আহার শেষে পাতে একটু ডেজার্ট না হলেই নয়। পাঠকের কথা ভেবেই ডেজার্টের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আলভী রহমান শোভন।

পাস্তার জর্দা

উপকরণ:

পাস্তা ২৫০ গ্রাম, চিনি ২ কাপ, ঘি ২ কাপ, এলাচ ৪ টা, দারচিনি ২ টুকরা, গোলাপ জল ১ টেবিল চামচ, চেরি ১ টেবিল চামচ, মোরব্বা কুঁচি ২ টেবিল চামচ।

প্রণালী:

 ফুটন্ত পানিতে অল্প তরল ঘি দিয়ে পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার প্যানে ঘি দিয়ে এলাচ - দারচিনি দিয়ে ভাজতে হবে। এরপর পাস্তা দিয়ে নেড়ে চেড়ে অল্প অল্প করে চিনি দিতে হবে। চিনি দেয়ার পর কিছুটা পানি বের হবে। পানিটা শুকিয়ে আসলে গোলাপজল দিয়ে নামিয়ে ফেলতে হবে। এবার চেরি ও মোরব্বা কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199