রাজশাহীর আকাশে এক পশলা বৃষ্টি

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 25 Jan 2024

4195 বার পড়া হয়েছে

Shoes
তানভির আহমেদ

 এক.

সাল ২০২৪,  জানুয়ারি মাস।

গল্পটা প্রায়  আড়াই যুগ আগের ! গল্প ঠিক না আসলে বাস্তবতা।

স্বপ্নের মত সুন্দর শহর রাজশাহী ,আর রাজশাহীর গ্রামগুলো যেন এক একটা স্বপ্নপুরী ।

পদ্মা পাড়ের স্নিগ্ধ বাতাস,চেনা শহর ,চেনা মানুষ সব কিছুই পদ্মার মতই বহমান শুধু আকাশই আজ স্তব্ধ - নিরুপায় ! Pranerbangla_Art

 

নব্বই এর দশকে আকাশ এর জন্ম ,শহর থেকে কিছুটা দুরে সাজানো গোছানো ছোট্ট একটা গ্রামে।

সময় আসলেই খুব দ্রুত চলে যায় !

এই তো সেদিন ছেলেটার জীবন  কতটা সহজ ছিলো,  কিন্ত এখন ??

সব কিছুই এলোমেলো ,অগোছালো ।

কোনো  কিছু একবার নষ্ট হয়ে গেলে  আসলেই আর ঠিক হয় না বা চাইলেও ঠিক করা যায় না ।

নব্বই এর দশকটা আসলেও অন্যরকম ছিলো !

তখন আর এখনকার মধ্যে আসমান আর জমিন ফারাক!
 

৯০ দশকের প্রেমিক-প্রেমিকারা এখনও জীবিত আছে।তাদের মধ্যে কেউ কেউ প্রেমে সফল হয়ে সংসার করছে। কেউবা ছ্যাকামাইসিন খেয়ে দেবদাস বনে গেছেন!

মনে পড়ে যাই  সেই সব পুরনো সাদা-কালো দিনের কথা।

সাদা-কালো বললাম কারণ, তখন রঙিন শব্দটার উৎপত্তি হলেও ব্যবহার ছিলো কম।

 

তখনকার যুগে মোবাইল ফোন ছিলো না। ছিলো না ইন্টারনেট। কেবল ছিলো ল্যান্ডফোন এবং পেজার।
আর ছিলো স্বহস্তে লিখা চিঠি।

আহ! সে কি রোমান্টিক চিঠি। আর সেই রোমান্টিক চিঠি লেনদেন হতো কোনও প্রতিবেশী পিয়ন দিয়ে বা রিক্সায় বসা স্কুলগামী প্রেমিকাকে বাইসাইকেল থেকে চিঠি ছুডে দেয়া।

 বিশেষ কোন দিবসে কোন নিরিবিলি পরিবেশে বসে তপ্ত দুপুর বা আবেগী বিকেল অতিবাহিত করা।

অন্যের বাগানের পাহারা দেয়া ফুল চুরি করে প্রেমিকাকে উপহার দেয়া ছিলো বিশেষ আনন্দের।

 

Pranerbangla-Artতবে তখনকার সময় প্রেম ছিলো আত্মিক। সেই প্রেমে কামভাব ছিলো না।তখন বিয়ের সময় কুমার-কুমারীর অভাব হতো না।

কাম একেবারেই যে ছিলো না তা বলবো না, সংখ্যায় খুবই কম।

এই বিংশ শতাব্দীর মতো নয়। সেই প্রেম মৃত্যু পর্যন্ত জিইয়ে থাকতো। কোনও প্রতারণা ছিলো না।

তখন I Love you এর পরিবর্তে আমি তোমাকে ভালোবাসি বলে বাংলাতেই মনের ইচ্ছে প্রকাশ করা হতো।

 

আসলে মাতৃ ভাষায় যে প্রাণ আছে বিদেশি ভাষায় নেই। বেলের শরবত, লেবুর শরবত ছেডে দিয়ে আমরা এখন চা-কফি খেতে শিখেছি।

সাদা-কাল বাদ দিয়ে রঙ্গীন দেখা শুরু করেছি। লুঙ্গী ছেডে প্যান্ট ধরেছি, সেলোয়ার ছেডে জিন্স-টিশার্ট পডছি।

আগে প্রেমিক/প্রেমিকার কোন ভুল হয়ে গেলে প্রেমিক/প্রেমিকার সামনে কিছুক্ষণ মাথা নীচু করে দাঁড়িয়ে থাকলেই অপরজন বুঝে নিতো যে, তার ভুলের জন্য সে লজ্জিত।

তখন অনায়াসেই সাধারণ ক্ষমা করা হতো। আর এখন বুক ফুলিয়ে চোখে চোখ রেখে বলতে হয় SORRY!

এখনকার যুগে প্রেম বলে কিছু নেই_ আছে শুধু প্রেমের ফ্রেম।

ঠিক ওইরকম ই একটা প্রেম আকাশের জীবনেও ছিলো ......বৃষ্টি ! (চলবে)

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199