রাজশাহীর আকাশে এক পশলা বৃষ্টি

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 8 Feb 2024

3145 বার পড়া হয়েছে

Shoes
তানভির আহমেদ

তিন.

ভালোবাসার মাস ফেব্রয়ারী

বৃষ্টি হয়তো  চাইলে সেদিনই আকাশ কে তার ভালোবাসার কথা বলে দিতে পারতো ।

কিন্তু ! কোনো  এক অজানা কারণে নিজেকে সে আকাশ এর কাছ থেকে লুকিয়ে রাখতেই স্বচ্ছন্দবোধ  করতো ।

আসলে মেয়েদের মন যে কখন কী চায় বোঝা বড় দায়!

এদিকে আকাশ নিজেও  অনেকটা পরিবর্তন হয়ে যায় ।

হাস্যোজ্জ্বল ছেলেটা আর আগের মত হাসি খুশি থাকতে পারে না ।

সবকিছুতেই আকাশ অনেকটা পিছিয়ে পরে  ।

পড়াশোনা,খেলাধুলা বা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি কোনোকিছুই তাকে আর আগের মত আকৃষ্ট করে না !

আসলে টিনেজদের ভালোবাসাগুলো এমনই হয় হইতবা ।

যদি ও এ যুগে টিনেজ প্রেম আর আগের মত নেই ! ফারাকটা হয়তো আসমান আর জমিন এর । বয়ঃসন্ধির শুরুতেই তো জীবনের প্রথম ভালোলাগা, ভালোবাসা উঁকি দেয় যা আকাশের  জীবনেও ঘটেছিলো হয়তোবা বৃষ্টির জন্যেও ব্যাপারটা একই ছিলো ।

আকাশ আর বৃষ্টির আগের মত আর  কথা হয় না এক দিন দুই দিন বা এক সপ্তাহ নয়তো  প্রায় দেড়  বছর তারা একে অপরের সঙ্গে কথা বলে না  শুধু  হয় আড় চোখে চোখাচোখি !

আহ! কি প্রেম !

দূর থেকে ভালোবাসার  মধ্যেও কিন্তু একটা অন্য রকম ভালো লাগা কাজ করে ।

অনেকে বলে না প্রকৃত ভালবাসা  থাকলে  নাকি দূর থেকেও ভালবাসা যায়।

কথাটা অবশ্যই সত্যি। ভালোবাসা সম্পূর্ণভাবে মনের ওপর নির্ভরশীল, অবস্থান বা দূরত্বের ওপর ভালোবাসা নির্ভর করে না।

এই দেড়টা বছর আকাশ সেই কাজ টাই করে গেছে ।

আসলে ভাবলেও অবাক লাগে কারো সঙ্গে কথা না বলে দেখা না করে শুধু চোখের ঈশারাতেও ভালোবাসা যায় ।

আসলে প্রেম -একটি মানসিক রোগের নাম ।

যদিও প্রেম করার চাইতে প্রেমেপরার বিষয় গুলোই বেশি মধুর হয়।

আকাশ আর বৃষ্টি দুইজনই তখন মাধ্যমিক এর শিক্ষার্থী ।

ক্লাস নাইন আর টেন এর সাইন্স এর শিক্ষার্থীদের পড়াশোনার চাপটা এমনিতেই অনেক বেশি থাকে তারমধ্যে এই দেড়-দুই বছরের এক তরফা ভালোবাসার ক্ষতটা আকাশকে ভেতরে ভেতরে পুড়িয়ে একজন ভিন্ন মানুষ এ পরিণত করে ।

যার কাছে ভালোবাসা মানে না পাওয়া ,কথা না বলা ,দেখা না করা তারপর ও মন প্রাণ  উজাড় করে ভালোবাসার মানুষটিকে ভালোবাসা তার জন্য অপেক্ষা করা ।

আসলে অল্প বয়সের ভালোবাসা অন্ধ গণ্ডারের মতো। শুধুই একদিকে যায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে,  এ গণ্ডারকে সামলানো যায় না।

বৃষ্টি আর আকাশের এতদিনে কখনই  ফোনে কথা হয় নাই এমনকি বৃষ্টি আকাশকে তখন অব্দি  বলে নাই যে সে আকাশকে ভালোবাসা বা পছন্দ করে ।

কিন্তু আকাশ জানে আর বিশ্বাস ও করে যে বৃষ্টি তাকে ভালোবাসে ।

বৃষ্টির চোখে আকাশ হইত ভালোবাসা খুঁজে পেয়েছে !

চোখ দিয়ে আসলেও প্রেম হয় ??

হয়তোবা হয় !! এক অন্য রকম প্রেম !! এক অন্য রকম ভালোবাসা !!

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199