রাজশাহীর আকাশে এক পশলা বৃষ্টি

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 22 Feb 2024

4830 বার পড়া হয়েছে

Shoes
তানভির আহমেদ

চার.

ফেব্রুয়ারী প্রায় শেষ !!

বৃষ্টির ভালোবাসা  আকাশকে একটা অন্যরকম  যন্ত্রণা দিতো।

আসলে একতরফা ভালোবাসা গুলো এমনই হয়

একতরফা বলছি কারণ এতদিনেও বৃষ্টি আকাশকে তার ভালোবাসার কথা বলেনি ।

দেখেতে দেখতে প্রায় দুই বছর চলে যায় আকাশ আর বৃষ্টির তখনও একে অপরের সঙ্গে  কথা হয় না ।

এর মধ্যেই তাদের মাধ্যমিক পরীক্ষার সময় চলে আসে ।

টেস্ট পরীক্ষার পর স্কুল ছুটি হয়ে যাওয়াতে আকাশ আর বৃষ্টির  আর দেখাও হয় না আর না হয় আড় চোখের প্রেম ।

তখন তারা ওল্ড টেনের শিক্ষার্থী

স্কুল ,প্রাইভেট কোচিং সবকিছুই বন্ধ ! তাদেরে না হয় দেখা আর না হয় কথা ।

আকাশ বাস্তবতা মেনে নেয় সে ভাবে হয়তো বৃষ্টি তাকে কখনই ভালোবাসে নি !

আকাশ এর মাধ্যমিক পরীক্ষার মাত্র এক মাসের মতো বাকী ।

হঠাৎ একদিন একটা অপরিচিত ফোন নাম্বার থেকে আকাশ এঁর  কাছে কল আসে !!

আকাশ হ্যালো বললে অপর পাশ থেকে উত্তর আসে কেমন আছো ??

আকাশ একদম স্তব্ধ হয়ে যায় সে কি বলবে কি না বলবে কিছুই বুঝে উঠতে পারে না

প্রায় দুই বছর পর বৃষ্টির সঙ্গে তার প্রথম কথা হয়  ।

অনেকটা সময় কথা হয় তাদের ।

এতদিন দেখা না  হওয়াতে  বৃষ্টি নিজেকে আর ধরে রাখতে পারে নি সে বাধ্য হয়েই আকাশ কে কল করে

আকাশ  এবার পুরপুরি নিশ্চিত বৃষ্টি তাকে ভালোবাসে ।

ওই রাতে আকাশ একদমই  ঘুমাতে পারে না  হয়তবা বৃষ্টিও ঘুমাতে পারে না

ছেলে বা মেয়ে যেই হোক না কেনো সবারই প্রেমে পড়া প্রথম রাতটা অনেক আলাদা থাকে।

তারা দুইজনই একে অপরকে প্রথম থেকেই ভালোবাসে কিন্ত বহিঃপ্রকাশ ঘটে  বৃষ্টির আকাশ কে ফোন দেবার পর

প্রতিটা দিন কত কথা !কত প্রেম ! কত গল্প ! আহ ! ভালোবাসা বুঝি এমনই !!

আকাশ এর  তপ্ত মরুভমির মত  অসহ্য উত্তাপের তৃষিত হৃদয়ে বৃষ্টি এসেছিলো একফোটো জল হয়ে। বসন্তের নির্মল হাওয়ায় তাঁর  হৃদয় ভেসেছিলো ভালোবাসার প্লাবনে । একরাশ প্রশান্তির আবেশ ছড়িয়ে পড়েছিল দেহ মনে ।।

রবীন্দ্রনাথের গানের মতো -

"হৃদয় আজি কেমনে গেল খুলি,

জগৎ আসি সেথা করেছে কোলাকুলি ।"

পাখির কলকাকলীর মতো সেই মধুর দিনগুলো ছিলো স্বর্গীয় ভালোবাসায় ভরপুর । সেই প্রথম আকাশ   শুনেছিলো পৃথিবীর সবচেয়ে আঙ্ক্ষিত , প্রচন্ড ভালো লাগার শব্দটি। " ভালোবাসি" ।

সে ও বলেছিলো  - ভালোবাসি ! ভালোবাসি!!

ছবি: গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199