আন্তর্জাতিক গজল সম্মেলনে বাংলাদেশের মেসবাহ আহমেদ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 4 May 2023

4000 বার পড়া হয়েছে

Shoes

আগামী ৭ মে মুম্বাইয়ে  গজল পরিবেশন করবেন বাংলাদেশের গজল শিল্পী মেসবাহ আহমেদ। ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিতে তাই  মুম্বাই যাচ্ছেন জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ। ‘খাজানা ফেস্টিভ্যাল’ শীর্ষক সপ্তাহব্যাপী এ গজল সম্মেলন গত ২২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের গজলশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন গজলশিল্পী  মেসবাহ আহমেদ।

 ‘খাজানা ফেস্টিভ্যালে’ এক ঘণ্টার সেশনে গাইবেন মেসবাহ আহমেদ।এই গজল সম্মেলনে আরও গাইবেন হরিহরণ, অনুপ জালোটা, পঙ্কজ উদাস, তালাত আজিজ, অনুরাধা পাডোয়াল, চন্দন দাস, আবিদা পারভীন, প্রতিভা সিংসহ ভারত-পাকিস্তানের খ্যাতিমান গজলশিল্পীরা।

‘খাজানা ফেস্টিভ্যাল’ এ পরিবেশনের জন্য নিজের কথা ও সুরে নতুন ১২টি উর্দু গজল কম্পোজ করছেন বলে জানান মেসবাহ। তার সঙ্গে তবলা সঙ্গত করবেন উপমহাদেশের সেরা তবলাবাদক ওস্তাদ তারি খান।তিনি বিশ্বখ্যাত গজলশিল্পী মেহেদি হাসানের সঙ্গে নিয়মিত তবলা বাজাতেন।

মেসবাহ আহমেদ বলেন, বিশ্বের গজলপ্রিয় শ্রোতাদের কাছে খাজানা ফেস্টিভ্যালের রয়েছে আলাদা অবস্থান। খ্যাতিমান গজলশিল্পীদের পরিবেশনা দেখতে এতে যোগ দেন দেশ-বিদেশের হাজারো দর্শক-শ্রোতা। এ ধরনের একটি আন্তর্জাতিক আয়োজনে গাওয়ার আমন্ত্রণ পাওয়া আমার জন্য সৌভাগ্যের । বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এ সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি। বাংলাদেশে যে গজল একটি চর্চিত ও বিকশিত ধারা, তা আমি এ অনুষ্ঠানে তুলে ধরতে চাই।

তিনি বলেন, আমি যেনো দেশের মুখ উজ্জ্বল করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। এক খন্ড বাংলাদেশ উপহার দিতে পারি তারজন্য সকলের সহযোগিতা চাই।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199