পেন্ট হাউজে মেসবাহ আহমেদ এর একক গজল সন্ধ্যার

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 28 Dec 2023

3350 বার পড়া হয়েছে

Shoes

আগামী ২৯ ডিসেম্বর পেন্ট হাউজে ব্ল্যাক টাই আয়োজিত মেসবাহ আহমেদ এর একক গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এই বিশেষ গজল সন্ধ্যাটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই উপভোগ করতে পারবেন। 

মেসবাহ আহমেদ বলেন, '' এখানে খুব সমঝদার গজল ভক্তদের জন্য গাইবো, তাই নিজেকে সেভাবে প্রস্তুত রেখেছি, আসলে ভালো ও যথার্থ শ্রোতা ছাড়া কোন গানের অনুষ্ঠানে একজন প্রকৃত শিল্পীর যোগ দেয়া উচিত নয় আর গজল তো তার অনেক উর্ধ্বে।'' 

গালিব, দাগ, হাসরাত মোহানি, ক্বাতিল শিফায়ী ও অন্যান্য বিখ্যাত শায়ের নির্বাচিত কালাম গাইবেন মেসবাহ আহমেদ।

বাংলাদেশে ২য় কোনো শিল্পী নেই যিনি শুধু সঙ্গীতের একটি বিশেষ ধারায় গাইবার প্রয়োজনে একটি ভাষা শিখেছেন। মেসবাহ আহমেদ গজল গাওয়াকে শতভাগ প্রফেশনাল করে তোলার জন্যে উর্দু ভাষা শিখেছেন কঠিন প্রশিক্ষণ ও চর্চায়। ব্যবসায়িক কাজে ব্যস্ততা থাকা সত্বেও তিনি তাঁর বাংলা মৌলিক গান প্রকাশের দিকে বিশেষ নজর রাখছেন। গত বছর সেপ্টেম্বরে তাঁর জন্মদিনে তাঁর সুরে গাওয়া এনামুল কবির সুজনের লেখা 'আর দিওনা যন্ত্রণা' শীর্ষক গানটি বেশ সমাদৃত হয়েছে। খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে মেসবাহ আহমেদের লেখা ও সুর করা 'রঙধনু' শীর্ষক গানটি, মিক্সিং ও মাস্টারিং এ আছেন প্রত্যয় খান। এছাড়াও  গীতিকার গোলাম মোর্শেদের লেখা, মেসবাহ আহমেদের সুর ও কম্পোজিশনে কিছু গানও তিনি গাইবেন, যা আরও কয়েকজন গায়ক গায়িকারাও গাইবেন। শিল্পী মেসবাহ আহমেদ এর নিজের লেখা ও সুর করা গজল আঙ্গিকের বেশ কিছু গানের রেকর্ডিং পুরোদমে চলছে যা সময়ের আগামীতে প্রকাশিত হবে। বর্তমানে রেকর্ডিং এর কাজ নিয়ে তিনি যথেষ্ট ব্যস্ত আছেন।

গজল গায়ক মেসবাহ আহমেদ তাঁর সংগীত জীবনের ৩০ বছর পূর্ণ করে এবছর ৩১ বছরে পদার্পণ করলেন। শীঘ্রই এই নববর্ষে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁর এই পথচলাকে উদযাপন করা হবে।

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199