সুরের সঙ্গে পঁচিশ বছর…

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 1 Feb 2024

2245 বার পড়া হয়েছে

Shoes

প্রীতম আহমেদ। আপাদমস্তক একজন গানের মানুষ।ছোটবেলা থেকেই কন্ঠে গান তুলে নিলেও শ্রোতাদের মাঝে গান নিয়ে তার বসবাস ২৫ বছর। তিনি নিজে গান লিখেন,সুর করেন, কম্পোজিশনও করেন। আর এ কারণেই প্রীতম নিজের মতো করেই বিচরণ করছেন সঙ্গীতের সঙ্গে।সমাজের যে কোনো অসঙ্গতির ক্ষেত্রে প্রীতমের কন্ঠ উচ্চকিত।তার বক্তব্যধর্মী গান নিয়েই তিনি দাঁড়িয়ে যান অসঙ্গতির বিরুদ্ধে।আর তাই তার এই দীর্ঘ যাত্রায় প্রীতম যেমন সঞ্চয় করেছে বন্ধু তেমনি সঞ্চয় করেছেন শত্রুও।আর সেই বন্ধু আর শত্রুদের নিয়েই গত ৩০ জানুয়ারী সুরের মাঝে ২৫ বছর উদযাপন করলেন প্রীতম।এ আযোজনে প্রীতমকে শুভকামনা জানাতে এসেছিলেন সঙ্গীতাঙ্গনের অনেকেই।এসেছিলেন তার বন্ধুরা আর সাংবাদিক এবং শুভাকাক্ষীরাও।  প্রীতম...মনখুলে গাইলেন তার বক্তব্যধর্মী কিছু গান। পাশাপাশি বারবার পেছন ফিরে গিয়ে স্মরণ করলেন  সেই সময়ের স্ট্রাগল,কিছু মানুষের ভালোবাসা আর কিছু মানুষের পাশে থাকার কথা।সবমিলিয়ে সময়টা ঘোরের মধ্যেই কেটে গেলো সবার।শুভকামনা প্রীতম।সবার মুখে একটাই কথা ছিলো অনেক ভালো থেকো  প্রীতম সুরকে সঙ্গে করে।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199