রংবাজ ৪৯ বছরে…

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 1 Sept 2022

2375 বার পড়া হয়েছে

Shoes

সিনেমার বিজ্ঞাপনে সেবারই প্রথম ব্যবহার করা হলো ফাইট গ্রুপের নাম। বাংলাদেশের সিনেমায় সেবারই প্রথম সংযোজিত হলো বিস্তর মারপিটের দৃশ্য। আর সেসব দৃশ্য পরিচালনা করলো একটি ফাইট গ্রুপ। একটি ছবির নায়ককে সেবারই প্রথম দর্শকরা দেখলেন এক মাস্তানের চরিত্রে অভিনয় করতে। গলায় রুমাল বাঁধা, চওড়া কলারের শার্ট, বুক পর্যন্ত বোতাম খোলা, সেই নায়ক ছিলেন রাজ্জাক। রীতিমতো শোরগোল ফেলে দিলো সেই সিনেমা।সিনেমার নাম ‘রংবাজ’। অভিনয় করেছিলেন রাজ্জাক, কবরী। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া এই ছবিটি ২০২২ সালে ৪৯ বছরে পা রাখলো।

ছবির পরিচালক ছিলেন জহিরুল হক। ভদ্রলোক চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয়ও করতেন। কখনও তাকে সিনেমায় অভিনয় করতেও দেখা গেছে।সেই প্রয়াত জহিরুল হক এক ধাক্কায় বাংলাদেশের সিনেমাকে বেপরোয়া যুবকে পরিণত করে দিলেন।

রংবাজ সিনেমার কাহিনি কিন্তু তথাকথিত প্রেমের। একটি ছেলে ভালোবাসে একটি মেয়েকে। কিন্তু ‘সে যে কেনো এলো না’ গানের দৃশ্যে কবরী আর ‘হৈ হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে’ গানের দৃশ্যে রাজ্জাককে অন্য ভাবে গ্রহণ করে নিলো সত্তরের দশকের গোড়ার দিকের বাঙালি দর্শক। অ্যাংরি ইয়াং ম্যানের একটা ইমেজ প্রয়োজন ছিলো আমাদের সিনেমায়। আর সেই প্রয়োজনটা মেটালো রাজ্জাক অভিনীত রংবাজ সিনেমার চরিত্রটি। দর্শকরা এর আগেও রাজ্জাককে দেখেছেন। কিন্তু সেই রাজ্জাক অভিনয় করতেন সাধারণ আদর্শবাদী যুবকের চরিত্রে। অথবা তাকে পর্দায় পাওয়া যেতো ছিমছাম সুন্দর মুখের কোনো প্রেমিক হিসেবে। কিন্তু রংবাজে বাংলাদেশের সেই নায়ককে ভক্তরা দেখলো ভিন্ন অবয়বে।

সেই সময়ে ‘রংবাজ’ শব্দটা সমাজে পরিচিত হয়ে উঠতে শুরু করেছে। রংবাজের সঙ্গে রংবাজিও জুড়ে গিয়েছিলো জোড়া শব্দ হয়ে। আর পরিচালক একটা সময়ে সমাজের মানুষের মুখের বুলিকে সরাসরি সিনেমার নাম হিসেবে ব্যবহার করলেন।ঢাকাই ছবির দর্শক চমকে গেলেন। সিনেমাহলে এই সিনেমাটি দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়লো।

রংবাজ ‍সিনেমায় প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিলো একটি অ্যাকশন দল বা ফাইট গ্রুপ। তারাও ওই সময়ে স্বাধীন দেশের সিনেমায় পেশাদার ভাবে অ্যাকশন দৃশ্য নির্দেশনা দিতে শুরু করেছিলো। অভিনেতা জসিমের হাতে তৈরি সেই ‘জ্যাম্বস’ নামে দলটিও আলোড়ন তৈরি করলো। সিনেমায় তার আগে অ্যাকশন দৃশ্য বলতে বোঝাতো কুস্তি আর লাঠালাঠি। কিন্তু রংবাজ পাল্টে দিলো একঘেয়ে হয়ে যাওয়া মারপিট দৃশ্যও। শুধু রংবাজই নয় তখন এই ফাইট গ্রুপ একের পর এক সিনেমার অপরিহার্য অংশ হয়ে উঠলো।

এই সিনেমায় মোহাম্মদ আলী সিদ্দিকী আর সাবিনা ইয়াসমিনের কন্ঠে গানগুলোও সুপার হিট হয়েছিলো। সে গানের রেশ এখনও শ্রোতাদের মনে রয়ে গেছে।

রংবাজ সিনেমা ওই সময়ে তৈরি করতে ব্যয় হয়েছিলো ৬০ হাজার টাকা। কিন্তু সুপার হিট ছবিটি আয় করেছিলো কত? ৩ কোটি টাকা।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199