সাদা তোয়ালে ও স্বস্তিকা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 23 Aug 2023

4875 বার পড়া হয়েছে

Shoes

কলকাতার সিনে দুনিয়ায় প্রায়শই আলোড়ন তোলা অভিনেত্রীর নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। ইন্সস্টাগ্রাম, ফেইসবুক অথবা অন্য কোনো সোশ্যাল হ্যান্ডেলে স্বস্তিকার নানান মন্তব্যে প্রায়শই ঝড় ওঠে তর্কের। তার ছবিও ভক্তে এবং সমালোচকদের শিবিরে মাঝে মাঝেই অগ্নিকাণ্ড ঘটায়। এসব নিয়ে এই অভিনেত্রীর ভক্ত আর সমালোচকরা দুই দলে বিভক্ত হয়ে রীতিমতো ঝগড়ায় জড়িয়ে যান। কিছুদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করা স্বস্তিকার কিছু ছবি যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে। তারই জের ধরে তর্ক-বিতর্ক চলছে এখনও।

অভিনেত্রীর স্তনের মাপ জানতে চেয়েছিলেন কয়েকজন অতি উৎসাহী। স্বস্তিকাও তাদের কৌতুহলের গরম গরম জবাব ছুঁড়ে দিয়েছেন বাথরুম ও বিছানায় নিজের মোবাইলে তোলা কিছু ছবি দিয়ে।

শরীরে শুধু বড় সাদা তোয়ালে জড়ানো স্বস্তিকার ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। শুধু ছবিই শেয়ার করেননি স্বস্তিকা। নিজের শরীরের মাপ নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন চল্লিশোর্ধ স্বস্তিকা।

গত রোববার রাতে তোলা এই ছবিগুলোর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘আমার স্তনকে আলিঙ্গন করছি। কারণ আমার বডি টাইপ অনুসারে স্তনের মাপ হওয়া উচিত ৪০…না সেগুলো ক্যামেরন দিয়াজের মতো হতে পারে না। এই ছবিগুলো যখন তিনি তুলেছেন তখন তার মেকআপ নেয়া ছিলো না। তাই ছবিতে ধরা পড়েছে কিছু দাগ। তিনি লিখেছেন, ‘এই দাগগুলো চামড়ার কোনো মারাত্নক অসুখ নয়। তাই সেগুলো নিয়ে আমার কোনো আপত্তিও নেই।

অভিনেত্রীর কথায় তোয়ালেটা তার নিজের টাকায় কেনা। রুমের ভাড়া দিয়েছেন তিনি। ফোনটাও তার নিজের। তাই চাইলেই এরকম সাহসী ছবি তিনি দিতেই পারেন। স্বস্তিকার এধরণের সোজাসাপ্টা জবাবের প্রশংসা করেছেন তার ভক্তরা।

টলিউডের এই অভিনেত্রী এখন হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যাপক ব্যস্ত। কাজ করছেন বড় পর্দায়ও। কিছুদিন আগে স্বস্তিকা অভিনীত ‘নিখোঁজ’ নামে একটি ওয়েব সিরিজ হৈচৈ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

তথ্যসূত্রঃ ইনস্টাগ্রাম, সিনে কলকাতা

ছবিঃ ইনস্টাগ্রাম

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199