সত্যজিতের নায়ক উত্তম

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 15 Sept 2022

2690 বার পড়া হয়েছে

Shoes

সত্যজিৎ রায় লোক মুখে শুনেছিলেন টলিউডে এক নতুন অভিনেতার আগমন ঘটেছে।  সবাই বলাবলি করছে, এই তরুণটি ভবিষ্যতে সেরা অভিনেতার খাতায় নাম লেখাবে।  আলোচনা শুনে সত্যজিৎ রায়ের মনে কৌতুহল জাগে। তিনি উত্তমকুমার-সুচিত্রা সেন অভিনীত ছবি 'সাড়ে চুয়াত্তর' দেখতে সোজা হলে চলে যান। সেদিন উত্তমের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ এর পর উত্তমকুমার অভিনীত তিনটি ছবি দেখেন। এক আলোচনার আসরে তিনি মন্তব্যও করেছিলেন, ‘এই ছেলে বাংলার অন্য অভিনেতাদের চাইতে আলাদা। ক্যামেরাকে যেন এ ছেলে চোখেই দেখে না। নিজের ছন্দে সাবলীলভাবে অভিনয় করে চলে।’ কিন্তু এই মুগ্ধতার পর প্রায় ১০ থেকে ১২ বছর কেটে যায়। তখনও সত্যজিৎ রায় ‘নায়ক’ সিনেমা তৈরি করার কথা ভাবেননি। ‍কিন্তু উত্তমকুমারের কথা রয়ে যায় তাঁর মাথায়।

তারপর সত্যজিৎ রায় নায়কের প্লট নিয়ে ভাবতে শুরু করেন। লেখা হয় চিত্রনাট্যও।

সত্যজিৎ রায় বলেছিলেন, ‘নায়কের গল্প আমি ভাবি উত্তমকে দেখেই। এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। সিনেমা করার স্বপ্ন দেখে। তারপর সে অভিনয় করতে শুরুও করে। এবং সাফল্যের শিখরে পৌঁছে যায়। এই মানুষটার মনের সব রকম ভাবনা গুলোই ছিলো নায়কের বিষয়।’

নায়কের গল্প শুনেই উত্তম কুমার এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলেন অভিনয় করতে। আর সেই জন্যই 'নায়ক' উত্তমের জীবনের সেরা একটি সিনেমা হয়ে রইলো বোধ করি। নায়ক সিনেমায় উত্তমকুমারের কাজ থেকে ১৯৬৯ সালে শারদীয় পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে সত্যজিৎ রায় বলেছিলেন, ‘নায়ক সিনেমাতে উত্তম কুমার আর শর্মিলা ঠাকুরের প্রথম পরিচয়ের দৃশ্যে শর্মিলা উত্তমের কাছে তার এক কাজিনের জন্য অটোগ্রাফ নিতে আসেন। তখন উত্তমের পকেটে একটি কলম ছিলো যেটা ঠিক ওই সময়টাতেই সই করার জন্য রাখা ছিলো, কিন্তু যখন কলমটি বের করলো সে দেখলো কলমে কালি আসছে না। তখন আমি দৃশ্যটা কাট বলবো ভাবছি আর ওই সময়েই উত্তম কলমটা ঝাঁকাতে থাকে ডায়ালগ বলার মাঝেই আর যেই দেখলো কলমে কালি নেই তখন পাশের গ্লাসে রাখা জলে নিবটা ভিজিয়েই সই করে দিলো। উত্তমের এই স্বাবলীলতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই এই দৃশ্যটাতে এমন স্বতঃস্ফূর্ততা দেখানো কেবলমাত্র একজন অতি উচ্চমাত্রার অভিনেতার পক্ষেই সম্ভব।’

তথ্যসূত্রঃ নিউজ ১৮ কলকাতা, ইন্টারনেট

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199