ঘাসফুল আয়োজনে মেসবাহ আহমেদ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 31 Jul 2023

4085 বার পড়া হয়েছে

Shoes

মতিঝিল মহিলা কারিগরী প্রশিক্ষন সেন্টারে ঘাসফুল আয়োজিত মেসবাহ আহমেদ এর একক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে ৭ আগস্ট সন্ধ্যা ৭টায়।এটি হবে গজল ও বাংলা গানের মিশ্রণে একটি বর্ণিল আয়োজন। খুব নির্বাচিত শায়ের এর গজল, গালিব, দাগ, হাসরাত মোহানি, ক্বাতিল শিফায়ী ও অন্যান্য বিখ্যাত শায়ের নির্বাচিত কালাম গাইবেন মেসবাহ আহমেদ। শুধু  মাত্র আমন্ত্রিত অতিথিরাই প্রোগ্রামটি উপভোগ করতে পারবেন। জনাব আতিকুর রহমান ও জিল্লুর স্বপন এর সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায়  অনুষ্ঠিত হবে এই নান্দনিক সন্ধ্যার আয়োজন। প্রথম তারুণ্যে যে গজল মেসবাহ আহমেদকে টেনে নিয়েছিলো তার বুকে, আজ পরিণত  হয়ে মেসবাহ আহমেদ সে ধারার একজন জনপ্রিয় গজল গায়ক। তিনি নিজেকে নির্মাণ করেছেন গভীর সাধনা করে। ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর হাতে তার শুরু হয়েছিলো। তারপর মেসবাহ পূর্ণ হয়েছেন গজল সম্রাট জগজিৎ সিং-এর সান্নিধ্যে। দীর্ঘ তিন যুগের তপস্যায় ঢাকার মেসবাহ আহমেদ পরিণত হয়েছেন বাংলাদেশের মেসবাহ আহমেদে। বাংলাদেশে ২য় কোনো শিল্পী নেই যিনি শুধু সঙ্গীতের একটি বিশেষ ধারায় গাইবার প্রয়োজনে একটি ভাষা শিখেছেন। মেসবাহ আহমেদ সেই  শিল্পী যিনি গজল গাওয়াকে শতভাগ প্রফেশনাল করে তোলার জন্যে উর্দু ভাষা শিখেছেন কঠিন প্রশিক্ষণ ও চর্চায়। ব্যবসায়িক কাজে ব্যস্ততা থাকা সত্বেও তিনি তাঁর বাংলা মৌলিক গান প্রকাশের দিকে বিশেষ নজর রাখছেন। গত বছর সেপ্টেম্বরে তাঁর জন্মদিনে তাঁর সুরে গাওয়া এনামুল কবির সুজনের লেখা 'আর দিওনা যন্ত্রণা' শীর্ষক গানটি বেশ সমাদৃত হয়েছে। খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে মেসবাহ আহমেদের লেখা ও সুর করা 'রঙধনু' শীর্ষক গানটি।এ গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন প্রত্যয় খান। এছাড়াও দেশের স্বনামধন্য গীতিকার গোলাম মোর্শেদের লেখা, মেসবাহ আহমেদের সুর ও কম্পোজিশনে কিছু গানও তিনি গাইবেন, যা আরও কয়েকজন স্বনামধন্য গায়ক গায়িকারাও গাইবেন। শিল্পী মেসবাহ আহমেদ এর নিজের লেখা ও সুর করা গজল আঙ্গিকের বেশ কিছু গানের রেকর্ডিং পুরোদমে চলছে যা প্রকাশিতব্য। বর্তমানে রেকর্ডিং এর কাজ নিয়ে তিনি  ব্যস্ত আছেন। সম্প্রতি মেসবাহ আহমেদ ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরেছেন। মুম্বাই অনুষ্ঠিত ‘খাজানা ফেস্টিভ্যাল’ শীর্ষক সপ্তাহব্যাপী এই সম্মেলনে গত ৭ মে তিনি গজল পরিবেশন করেন। মেসবাহ আহমেদ ছাড়াও ওই গজল সম্মেলনে পারফর্ম করেছেন হরিহরন, অনুপ জালোটা, পঙ্কজ উদাস, তালাত আজিজ, অনুরাধা পাডোয়াল, চন্দন দাস, আবিদা পারভীন, প্রতিভা সিংসহ ভারত-পাকিস্তানের খ্যাতিমান গজলশিল্পীরা।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199