বাফা'র গুলশান বাড্ডা শাখার নবীন বরণ ও শরৎ উৎসব

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 2 Oct 2023

2885 বার পড়া হয়েছে

Shoes

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস(বাফা) গুলশান বাড্ডা শাখার নবীন বরণ ও শরৎ উৎসব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা), গুলশান বাড্ডা শাখার নবীনদের বরণ করে নিতে আয়োজন করে নবীন বরণ ও শরৎ উৎসবের। রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে উদযাপিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে লোকসংগীতের সঙ্গে নাচ দিয়ে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় গুলশান-বাড্ডা শাখার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।৷ বাচ্চাদের প্রসাধনী পন্য 'কডোমো নিবেদিত' অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. সীমা হামিদ, চেয়ারম্যান, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন। আরো উপস্থিত ছিলেন, বুলবুল একাডেমী অব ফাইন আর্টস বাফা এর ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাসানুর রহমান বাচ্চু, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক জনাব অন্ত করিম, ডেইলি ঢাকা প্রেসের প্রকাশক জনাব বদরুজ্জামান তালুকদার, ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক খান মোহাম্মদ সালেক, বেইজক্যাম্প গ্রামার স্কুলের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ জামিল হোসেন মজুমদার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গুলশান বাড্ডা শাখার, শাখা প্রধান জনাব নাসির আহমেদ। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন গুলশান বাড্ডা শাখার উপাধ্যক্ষ জনাব তৌফিক অপু। অনুষ্ঠানে আগত অতিথি প্রত্যেকেই সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেয়ার জন্য গুলশান বাড্ডা শাখার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে ফুড স্পন্সর হিসেবে ছিলো প্রাণ, মিডিয়া পার্টনার ডেইলি ঢাকা প্রেস, ইভেন্ট পার্টনার 'রে কমিউনিকেশনস',সহযোগী পার্টনার, 'এএসএন কনসার্ন', বেইজক্যাম্প গ্রামার স্কুল, ইবিজ আইটি, ফেবার ক্যাস্টেল। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং দলীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199