রাজকন্যার জন্য...

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 4 Feb 2021

1570 বার পড়া হয়েছে

Shoes

মৃত্যুর ২৪ বছর পরেও প্রিন্সেস ডায়না ভাইরাল হন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০ বছর বয়সে স্বপ্ন দেখেছিলেন রাজপরিবারের বধূ হবার। হয়েওছিলেন। তারপর বহু ঢেউ উঠেছে ইংল্যান্ডের টেমস নদীতে। বহু ঢেউ মরেও গেছে। প্রেম, সাংসারিক অশান্তি আর শেষে সড়ক দূর্ঘটনা এসে ছিনিয়ে গেছে পৃথিবীর রাঙা এই রাজকন্যাকে নশ্বর পৃথিবী থেকে। কিন্তু ডায়না‘র গল্প অফুরান।

১৯৯১ সাল। স্যান্ড্ররিংহাম এস্টেটে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়েছেন প্রিন্সেস ডায়না। বলা হয়, উইকএন্ডেই প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নানান ভাবে আলোচিত সেই সপ্তাহকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ‘স্পেন্সার’। ছবিটি পরিচালনা করছেন 'নেরুদা' খ্যাত পরিচালক পাবলো ল্যারেইন।

ছবির খুঁটিনাটি গোপনে রাখার চেষ্টা করা হয়েছিলো শুরু থেকে। এই ছবিতে ডায়না‘র চরিত্রে অভিনয় করছেন হলিউডের 'টোয়াইলাইট' খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টক। রাজকুমারীর ভূমিকায় কেমন মানিয়েছে এই অভিনেত্রীকে? গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টেন স্টুয়ার্টের বেশ কিছু ছবি প্রকাশিত হবার পরেই সেগুলো ভাইরাল হয়ে গেছে। সবাই সেখানে যেন অবিকল ডায়নাকেই দেখছেন।
কখনও জানালার পাশে দাঁড়িয়ে ব্যাগ ছুঁড়ে দিচ্ছেন। কখনও আবার লাল কোট এবং সিগনেচার কালো হ্যাট মাথায় তাকিয়ে আছেন জানালার বাইরে। লুকের পাশাপাশি চোখের চাউনি, ভঙ্গিমা সবটাই হুবহু ডায়না।

স্পেন্সার ছবিতে দেখা যাবে ডায়ানার মর্মান্তিক পরিণতি। জানা গেছে, চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে ছবিটি। তবে চিত্রনাট্য বা বাকি কাস্টিং নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে নারাজ প্রযোজকরা। রাজপরিবারের গোপনীয়তাকে কেন্দ্র করে তৈরি ছবির কথা গোপনেই রাখতে চান তারা।

নেটফ্লিক্সে এখন জনপ্রিয় ধারাবাহিক ‘দ্য ক্রাউন’। এই ধারাবাহিকটি দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহলের নানা কাহিনি এখন মানুষের মুখে মুখে।ধারাবাহিকটিতে মূলত রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসা থেকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে তাঁর বিবাদ পর্যন্ত সবটাই দেখানো হয়েছে।

ডায়ানাকে কেন্দ্র করে গল্পের অংশ এসেছে ধারাবাহিকের চতুর্থ সিজনে। তাঁর সঙ্গে প্রিন্স চার্লসের বিবাদও দেখানো হয়েছে এখানে। চার্লস কীভাবে ক্যামিল্লার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন তা-ও এখন পর্দাকাহিনী। তবে ডায়ানার সঙ্গে চার্লসের বিবাহ বিচ্ছেদ কিংবা ডোডি ফায়াদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ার ঘটনা এখনও প্রকাশ্যে আসেনি। ১৯৯৭ সালের ৩১ আগস্টের দুর্ঘটনাও এখনো ধারাবাহিকে দেখানো হয়নি।

তথ্যসূত্রঃ দ্য গার্ডিয়ান

ছবিঃ গুগল  

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199