শুভ্রদেব আর পুনমের কথপোকথন

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 12 May 2023

2680 বার পড়া হয়েছে

Shoes

গানের মানুষ শুদ্রদেব। ৮০দশক থেকেই এই মানুষটা আমাদের বিভিন্ন ধরনের গান উপহার দিয়েছেন।এক সময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন মনে রোপন করলেও সে স্বপ্ন স্বপ্নই থেকে যায় হয়ে উঠেন পুরোদস্তুর গানের

শুভ্রদেব ও পুনম প্রিয়াম

মানুষ। বাড়িতে গানের আবহেই বড় হয়েছেন শুভ্রদেব। বড় বোনেরা গান গাইতেন তাই খুব ছোটবেলাতে তিনি হাতেখড়ি নিয়েছিলেন তবলায়। তিন বছর বয়স থেকেই দিদিরা গাইতেন আর তবলায় সঙ্গত করতেন ভাই শুভ্রদেব।এভাবেই একদিন তিনিও চলে এলেন গানের জগতে।তারপরে আর তাকে পিছন ফেরে তাকাতে হয়নি।তার ঝুলিতে পুরস্কারের সংখ্যাও আছে অনেক।একসময় হয়েছেন পেপসির ব্রাণ্ড অ্যাম্বেসেডর।বেশ কয়েকটা বিজ্ঞাপন চিত্রেও আমরা তাকে অভিনয় করতে দেখেছি।

শুভ্রদেবকে নিয়ে আগামীকাল শনিবার সেলিব্রেটি টকশোতে বসছেন পুনম প্রিয়াম।অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারিত হবে সন্ধ্যা ৬.২০ মিনিটে।এখানে শুভ্রদেব কথা বলবেন তার মিউজিক ক্যারিয়ার আর জীবনের অনেক মজার মজার অভিজ্ঞতা নিয়ে।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199