জয়তু নির্বাসন

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 25 Jan 2024

2560 বার পড়া হয়েছে

Shoes

আমাদের গানের জগতের এক পরিচিত মুখ শারমিন আহমেদ মিন্নি।দেশের প্রথম নারী গিটারিষ্ট মিন্নির হাত ধরেই ২০১৭ সালে নির্বাসন ব্যান্ডের যাত্রা শুরু হয়েছিলো। তবে বেশ ক’বছর ধরে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ ছিলো।তবে এ বছর আবারও নতুন চমক নিয়ে ফিরছে ব্যান্ডটি। মিন্নি জানান, আগামী রোজার ঈদের পর তার ব্যান্ডের পুরোদমে কাজ শুরু হবে।বর্তমানে ব্যান্ডের লাইন আপ হলো: লিড গিটারিস্ট -সুমন,রিফ গিটারিস্ট- কোয়েল,ড্রামার- নিজু,কী বোর্ডিস্ট-রাফসান, বেস গিটারিস্ট-কাকন,রিদম গিটার আর ভোকালিস্ট-শারমিন আহমেদ মিন্নি।

এক সময় আমেরিকায় বিভিন্ন শে’তে আংশগ্রহন করে নির্বাসন অনেক প্রশংসা কুড়িয়েছিলো।দেশে এবং বিদেশে এমন অনেক প্রোগ্রাম করে আবারও ব্যান্ডটি লাইম লাইটে আসুক। আবারও এই ব্যান্ডের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ুক এমন আশাই করছেন গানপ্রিয় শ্রোতারা। জয়তু নির্বাসন।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199