ছবিতে নগ্নদৃশ্য করা নিয়ে যা বললেন সানি লিওন

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 21 Jan 2021

1515 বার পড়া হয়েছে

Shoes

কর্ণজিৎ কৌর বোহরা থেকে সানি লিওনি হতে গিয়ে চড়াই-উৎরাই পেরতে ভয় পাননি সানি। ভর করে এগিয়ে গিয়েছেন। আবার ভারতে ফিরে এসে বলিউড ছবিতে কাজ করার সময়েও একাধিক সমালোচনা ও কটূক্তির শিকার হয়েছিলেন তিনি।সেখানেও সাহস দেখিয়েছেন। আজ তিনি হেভিওয়েট পর্ন-তারকা থেকে বলিউডের অভিনেত্রী। শুরুর দিকের ছবিগুলোতে কেবল ঘনিষ্ঠ দৃশ্য ও নগ্ন দৃশ্যে অভিনয় করার সুযোগই আসতো তাঁর কাছে। অনেকের মতে, তার কারণ তাঁর অতীত পেশা। কিন্তু আজ তাঁকে অন্য ধরনের চরিত্রেও দেখতে অভ্যস্ত হয়ে আসছেন দর্শকরা।
মুক্তি পেতে চলেছে বিক্রম ভট্টের অ্যাকশন ছবি ‘অনামিকা’। সেই ছবির প্রসঙ্গেই সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন সানি লিওনি।
বলেছেন, এই ধরনের অ্যাকশন ছবিতে অভিনয় করার শখ তাঁর অনেক দিনের। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ার দিকে। প্রশ্নকর্তা জানতে চাইলেন, ঘনিষ্ঠ বা নগ্ন দৃশ্য করার সময়ে সেটে উপস্থিত কলাকুশলীদের নিয়ে কি অস্বস্তি হয়? অভিনেত্রী জানালেন, ঘনিষ্ঠ দৃশ্যকে তিনি আর পাঁচটি দৃশ্যের মতোই দেখেন। ‘ডিজনি’ শো ছাড়া এখন বহু ছবি বা ওয়েবসিরিজেই এই ধরনের দৃশ্যের প্রয়োজন পড়ে। তাই তিনি অন্য কিছু না ভেবে অভিনয়েই মন দেন। তবে হ্যাঁ, সেটে উপস্থিত কলাকুশলীরা যেন অস্বস্তিকর পরিবেশ তৈরি না করেন, সে দিকে খেয়াল রাখাটা জরুরি। যদি কারও উদ্দেশ্য খারাপ হয়, তাঁকে তখনই সেট থেকে বের করে দেওয়া হয়। তাই পরিবেশটাকে সহজ করে দেওয়ার দায়িত্ব থাকে নির্মাতাদের উপর।

তথ্যসূত্র: আনন্দ বাজার

ছবি: গুগল

 

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199