বিসর্জনে দূর্গা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 21 Nov 2024

1145 বার পড়া হয়েছে

Shoes

ক্যান্সার রোগ তাকে হাত ছেড়ে দিতে বাধ্য করলো রেলগাড়ি আর সেই মাঠ জুড়ে থাকা কাশফুলের। কলকাতার এক বেসরকারী হাসপাতালে ৮৫ বছর বয়সে প্রয়াত হলেন উমা দাশগুপ্ত। সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ সিনেমায় দূর্গা চরিত্রে অভিনয় তাকে গোটা জীবন ভিন্ন এক পরিচয়ের মাত্রায় বেঁধে রেখেছিলো।
পেশাগত জীবনে ছিলেন শিক্ষক। পেথের পাঁচালীতে অভিনয়ের পর আর কোনো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়নি। গোটা জীবন শিক্ষকতা, সংসার আর কন্যা সন্তানকে নিয়েই ব্যস্ত জীবন ছিলো তার। অভিনয় কখনোই পেশা না হয়ে উঠলেও বাংলা সিনেমার দর্শকের মনে তিনি পথের পাঁচালীর দূর্গা হয়েই থেকে যাবেন।
এই চরিত্রে উমা দাশগুপ্তর অভিনয় করার বিষয়টাই ছিলো অনিশ্চিত। সত্যজিৎ রায়ের সঙ্গে তার স্কুলের প্রধান শিক্ষকের পরিচয় ছিলো। তার মাধ্যমেই পরিবারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন পরিচালক। কিন্তু তার প্রস্তাব ফিরিয়ে দেন তার অভিবাবকরা। শেষে সত্যজিৎ রায় স্বয়ং তাদের অনেক বুঝিয়ে রাজি করান। তখন উমা দাশগুপ্তর বয়স ছিলো ১৪

উমা দাশগুপ্ত
উমা দাশগুপ্ত

বছর। কিন্তু ‍সিনেমায় তার অদ্ভুত মায়া জড়ানো অভিনয়, অভিব্যক্তি আর অপু চরিত্রের সঙ্গে তৈরি হয়ে যাওয়া রসায়ন বাংলা সিনেমায় তাকে এক ধরণের অমরত্ব এনে দিয়েছে।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন বাংলা সিনেমায় অসাধারণ এক উপাখ্যান। আজ বলাই যেতে পারে, এই সিনেমা বিভূতিভূষণের উপন্যাসের পরিকাঠামো ভেঙে অন্য এক দেখার জগৎ নির্মাণ করেছিলো। উপন্যাসের পৃষ্ঠা থেকে বের হয়ে বাঙালী পাঠক প্রথম সেই নিশ্চিন্দিপুর গ্রাম, পরিচিত চরিত্রগুলোর অবয়ব, অভাব, দুঃখ আর যন্ত্রণার পাশাপাশি দেখতে পেলো দুই ভাইবোনের অপূর্ব স্নেহ ভালাবাসায় মাখা জীবনকে।
উমা দাশগুপ্ত ১৯ নভেম্বর জীবনের ফ্রেম থেকে বিদায় নিলেন। কিন্তু তার অভিনয় বেঁচে রইলো দর্শকের মনে চিরকালের বোন দূর্গা হয়ে।

তথ্যসূত্রঃ আজকাল, কলকাতা
ছবিঃ গুগল

 

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199