গজলের সঙ্গে মেসবাহ আহমেদে বসবাস তিন যুগ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 30 Jan 2024

3535 বার পড়া হয়েছে

Shoes

আমি গজলকে বেছে নেইনি, গজল আমাকে বেছে নিয়েছে বলেন  মেসবাহ আহমেদ। তিন যুগ ধরেই মেসবাহ আহমেদ গজলের সঙ্গে বসবাস করছেন।তবে পাশাপাশি আধুনিক,আর ক্লাসিকাল ঘরানার গান করেও তিনি শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। মেসবাহ আহমেদ বাংলাদেশের একমাত্র গজলশিল্পী যিনি উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিৎ সিংয়ের শিষ্য। দুই দশকেরও বেশি সময় ধরে এই শিল্পী সঙ্গীতের এ ধারাটি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন। দেশের সেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীও মেসবাহ আহমেদের গানের গুরু।

তার  এই সংগীতের পথচলার ৩ যুগ পূর্তি উপলক্ষ্যে বনানী ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব আয়োজিত একক গজল সন্ধ্যায় কালকে গজল পরিবেশন করবেন মেসবাহ আহমেদ। ৩১ জানুয়ারি, বুধবার সন্ধ্যা ৬টা থেকে। আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটি দেখতে পারবেন এবং নির্দিষ্ট ক্লাবে যোগাযোগ করলে ইনভাইটেশন কার্ড পাওয়া যাবে।

 

 

 

 

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199