ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড এলো পর্দায়

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 23 Jan 2025

1690 বার পড়া হয়েছে

Shoes

নেটফ্লিক্সের কল্যাণে পর্দায় উঠে এলো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিচিউড’।  কেমন হলো নিঃসঙ্গতার শতবর্ষের এই নতুন উদযাপন? প্রথমবার সিরিজ তৈরি করার ঘোষণা থেকে রিলিজ পর্যন্ত সময় লেগেছে পাঁচ বছর। নির্মাতারা গণমাধ্যমকে জানিয়েছেন, সাহিত্যে আলোড়ন তোলা এই উপন্যাসের খুঁটিনাটি দিকগুলো বিবেচনায় নিয়ে কাজ করার কারণেই তাদের এত সময় লেগেছে। পাঁচজন লেখক বহুবার উপন্যাসটা পাঠ করেছেন। পরিচালকরা সেট নিয়ে মাথা ঘামিয়েছেন ডিজাইন থেকে কলাম্বিয়ার বাড়িঘরের স্থাপত্যের পরিবর্তন নিয়ে। পোশাক তৈরি করা হয়েছে সেই সময়ের প্রেক্ষপটকে মনে রেখে। প্রায় ৭০ টা ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে তৈরি হয়েছে মাকোন্দা গ্রামের সেট। নিঃসন্দেহে একটি দুঃসাহসী কাজ করে ফেলেছেন এই সিরিজ নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলীরা।

একটা সময়ে মার্কেজের এই উপন্যাসকে পর্দায় উপস্থাপন করা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অনেকেই বলেছেন বহুস্তর বিশিষ্ট উপন্যাসের চিত্ররূপ প্রায় অসম্ভব একটি কাজ। কিন্তু এবার এই সিরিজ দুঃসাধ্য কাজটি করে দেখিয়েছে। আর এর পেছনে বড় ভূমিকা রেখেছে অঢেল অর্থ। প্রডিউসাররা সিরিজটি তৈরি করতে খরচের খাতে কোনো কার্পণ্য করেননি।

এই উপন্যাসকে বলা যেতে পারে মার্কেজের আবেগময় এক দীর্ঘ পত্র। কার উদ্দেশ্যে তিনি লিখেছেন এমন চিঠি? বলা যায় অনাগত সভ্যতার উদ্দেশ্যেই তার এই উপন্যাসের উপস্থাপন। উপন্যাস থেকে একটি টিভি সিরিজ নির্মাণ করতে গিয়ে তারা সংলাপ নিয়ে সংকটে পড়েছিলেন বলে নির্মাতারা জানিয়েছেন। কারণ মার্কেজের উপন্যাসে তৃতীয় ব্যক্তির বয়ানে উপন্যাসের কাহিনি বর্ণিত হয়েছে। অথচ সেই তৃতীয় ব্যক্তির সংলাপ প্রায় নেই বললেই চলে। প্রাধান্য পেয়েছে বিবরণ। এই সংকট কাটাতে নির্মাতারা অল্প সংলাপ রেখেছেন।

অনেক পাঠকই হয়তো মূল উপন্যাসের প্রতি তাদের আনুগত্য বজায় রাখতে সিরিজ না দেখার কথা ভেবেছেন। কিন্তু এখানে মূল উপন্যাসের স্বাদ অক্ষুন্ন রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন নির্মাতারা।

তথ্যসূত্রঃ নেটফ্লিক্স, গুগল
ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199