আজ বাঁধনের ছবি নেটফ্লিক্সে

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 5 Oct 2023

2875 বার পড়া হয়েছে

Shoes

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমা ‘খুফিয়া’। আর এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। খবরটা সকলেরই জানা। বাংলাদেশের দর্শকদের এখন আগ্রহের জায়গাটা হচ্ছে, প্রথমবারের মতো হিন্দি সিনেমায় কেমন অভিনয় করেলেন বাঁধন।

ইতিমধ্যে ‘রেহানা মরিয়ম নূর’ নামে ছবিতে অভিনয় করে বাংলাদেশে এবং দেশের বাইরে আলোচিত হয়েছেন বাঁধন। বলা যায়, সিনেমার জগতে বেশ শক্ত ভাবেই প্রথম পদক্ষেপটা ফেলেছেন এই অভিনেত্রী।

‘খুফিয় ‘ ছবিতে অল্প সময়ের জন্য হলেওে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাঁধন। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী টাবু।  প্রথমবারের মতো এত বড় নির্মাতা ও গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত এই অভিনেত্রী। সিনেমাটিতে বাঁধন অভিনয় করেছেন একজন বাংলাদেশি নারীর ভূমিকায়।  

এর আগে গত মাসে প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। ট্রেলারে একাধিকবার দেখা গেছে বাঁধনকে। যেখানে তার লুক দর্শকদের নজর কেড়েছে। তার চরিত্র তৈরি করে কৌতূহল। কেউ কেউ মন্তব্য করেছেন, কয়েকটি দৃশ্যেই বাঁধন প্রমাণ করেছেন তার মেধা।

খুফিয়ার শুটিং শেষ হয়েছে গত বছর। সিনেমায় বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই।

বলিপাড়ার জনপ্রিয় এসব অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে বাঁধন বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। উনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

তথ্যসূত্রঃ ইন্টারনেট

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199