কক্সবাজারে চক্ষু যত্নের বিষয়ে সচেতনতা বৃদ্ধি সেমিনার আয়োজন

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 31 Oct 2023

3005 বার পড়া হয়েছে

Shoes

উইমেন ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিছ বাংলাদেশ এবং অরবিস ইন্টারন্যাশনাল এর যৌথ আয়োজনে কক্সবাজারের একটি হোটেলে ৩০শে অক্টোবর ২০২৩ (সোমবার) "চক্ষু যত্নের বিষয়ে সচেতনতা বৃদ্ধি" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ডব্লিউএফডব্লিউপি বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর মিস মেহরীন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মিস নুসরাত জহির, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, ইউএন উইমেন, কক্সবাজার এবং ড. ইকবাল হোসেন, সহযোগী পরিচালক, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজমেন্ট, অরবিস ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা স্বাস্থ্য খাতের পেশাদার বিশেষ করে এনজিওতে কর্মরত এবং বাংলাদেশের হোস্ট সম্প্রদায়ের সুবিধাভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন।

এই প্রোগ্রামে চক্ষু বিশেষজ্ঞদের কাছ থেকে চক্ষু রোগ সংক্রান্ত বিবরন, এবং আমন্ত্রিত চিকিৎসক, স্বাস্থ্য খাতের এনজিও নেতৃবৃন্দ, স্থানীয় ও বেসরকারি স্টেকহোল্ডার এবং সম্ভাব্য সুবিধাভোগীদের সাথে চোখের সুরক্ষার জন্য প্রাথমিক স্তরের সতর্কতা এবং প্রতিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এটি ডব্লিউএফডব্লিউপি বাংলাদেশের বার্ষিক ইভেন্টগুলির মধ্যে একটি যা চোখের সুরক্ষার জন্য সতর্কতা এবং প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় এটির আয়োজন করে থাকে।

এবার বিশেষ করে বাংলাদেশের প্রজেক্টর ডিরেক্টর মেহরীন মাহমুদের জন্মদিনকে সামনে রেখেই এ অনুষ্ঠানের আয়োজন হয়। মেহরীনের জন্মদিনের কেক কাটা হয়। সবাই তাকে উইশ করে।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199