অমিতাভেরও ছিলো এক রুবী রায়

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 22 Oct 2020

1690 বার পড়া হয়েছে

Shoes

জয়া ভাদুড়ীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, রেখার সঙ্গে তার প্রেমও বহুল আলোচিত। কিন্তু এবার অমিতাভ বচ্চন তার স্মৃতির বাক্স থেকে বের করে আনলেন আরেক রুবী রায়ের গল্প, যার জন্য স্বয়ং অমিতাভ অপেক্ষা করতেন বাসস্ট্যান্ডে।

বলিউডের এই অনন্য অভিনেতা সম্প্রতি সে দেশের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো’তে দর্শকদের শুনিয়েছেন ছাত্রজীবনের প্রেমে পড়ার গল্প। অমিতাভ দিল্লীতে থাকার সময় এক কলেজ ছাত্রীর প্রেমে পড়েছিলেন। তার ভাষায়, সেই অপূর্ব সুন্দরী মেয়েটির জন্য দিল্লীর কনট প্লেসের বাসস্ট্যান্ডে অপেক্ষা করতেন তিনি।সেই সুন্দরীকে নিয়ে তাদের বন্ধুদের মধ্যে কথাও হতো। অমিতাভ বচ্চন শুধু সেই রুবী রায়কে দেখার জন্য স্ট্যান্ডে দাঁড়াতেন। আর তার যৌবনের প্রিয় নারীটিও সেখান থেকে বাসে উঠতেন।

সত্যি সত্যি যেন রাহুল দেব বর্মনের সেই অসাধারণ গানের ভেতর থেকে বের হয়ে আসা দু’টি চরিত্র। সেই মেয়েটিকে কিছু বলা হয়নি তখন অমিতাভের। কিন্তু এই প্রেমের গল্প গড়িয়েছিলো আরও কিছু দূর।অমিতাভ তখন স্নাতক ডিগ্রী নিয়ে ফেলেছেন। একদিন প্রায় সিনেমার গল্পের মতোই এক জায়গায় সেই মেয়েটির সঙ্গে পথ চলতে ধাক্কা খেলেন অমিতাভ। সেদিন এ কথা-সে কথায় গড়িয়ে গিয়েছিলো সময়।অমিতাভ বচ্চনকে চমকে দিয়ে মেয়েটি জানিয়েছিলো, তিনিও কনট প্লেসের বাসস্ট্যান্ডে অপেক্ষা করতেন আর ভাবতেন বাসের ভেতরে বচ্চন থাকবেন।

তবে সেই নারীর সঙ্গে আর কোনোদিন অমিতাভের দেখা হয়েছে কি না সে ব্যাপারে মুখ খোলেননি বিগ বি।

তথ্যসূত্রঃ চব্বিশ ঘন্টা, কলকাতা

ছবিঃ গুগল  

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199