ইউ কে একবার আমার ঘরে আসবেন

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 15 Jun 2023

3325 বার পড়া হয়েছে

Shoes
বিকাশ রায়ের

উত্তম কুমার একবার বিকাশ রায়ের সঙ্গে কলকাতার নিষিদ্ধ পল্লী সোনাগাছিতে গিয়েছিলেন।চমকে উঠবেন না ভয়ও পাবেন না।তারা খারাপ কোনো উদ্দেশে যাননি সেখানে।হাওড়াতে সে বছর খুব বন্যা হয়েছিলো।অভিনেতা-অভিনেত্রীর পক্ষ থেকে বেঙ্গল মোশন পিকচারস অ্যাসোসিয়েশন এর তরফ থেকে ত্রাণ সংগ্রহে নেমে পড়েছিলেন সবাই।পথে-পথে লরি করে, পায়ে হেটে, সঙ্গীত শিল্পীরা গান গেয়ে,অভিনেতা-অভিনেত্রীরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সংগ্রহ করেছেন।একদিন উত্তর কলকাতা তো একদিন দক্ষিন কলকাতা করে ফিরেছেন তারা । এক সন্ধ্যায় বিকাশ রায় আর উত্তম কুমার স্বেচ্ছাসেবকদের নিয়ে ত্রাণ সংগ্রহের কাজে সোনাগাছির পাড়ার মেয়েদের কাছে ঝুলি নিয়ে উপস্থিত হন।স্পর্শ বাঁচিয়ে দূর থেকে প্রণাম করে করে মেয়েরা যা দিয়েছিলো তাতে ত্রাণের ঝুড়ি পূর্ণ হয়ে গিয়েছিলো। তাদের কাছেও কেউ কোনো কাজের জন্য সাহায্য চাইতে যেতে পারে এটা তারা ভাবতেও পারেনি।কৃতজ্ঞতায় তারা অবনত হয়ে গিয়েছিলো। মুখ তুলে তারা দুই অভিনেতার দিকে তাকাতেও পারেনি। একটি মাত্র মেয়ের যুবতী সুলভ আচরণ পেয়েছিলেন তারা। প্রত্যেকটা বাড়িতে ঢুকে উত্তমবাবু আর বিকাশবাবু আলাদা হয়ে  একতলা,দোতলা, তিনতলার দু’দিকের ঘরগুলোতে যাচ্ছিলেন আর মাথানত করে যে যা দিচ্ছিলো তা সংগ্রহ  করছিলেন।একটা মেয়ে বিকাশবাবুর বক্সে পাচঁ টাকা ফেলে দিলে বিকাশবাবু চলে আসছিলেন তখন মেয়েটি পেছন থেকে বললো,‘একটু শুনবেন দাদা’, বিকাশবাবু ঘাড় ঘুরিয়ে তাকালে মেয়েটি বললো,‘যদি ইউ কে কে আমার ঘরে পাঠিয়ে দেন তাহলে আরও টাকা দেবো। মেয়েটার চোখে-মুখে রোমান্টিসিজম। মুখে মৃদু-মৃদু হাসি।বিকাশবাবু বললেন,‘ ইউ কে মানে তো উত্তম!’ মেয়েটি বললো,‘ হ্যাঁ আমরা ওকে ইউ কে বলি।ওকে কাছ থেকে দেখার সৌভাগ্য কি আমাদের মতো মেয়েদের কোনোদিন হবে?’

বিকাশবাবু গিয়ে উত্তম কুমারকে বললেন। এবার উত্তম কুমার মেয়েটির ঘরের দিকে গেলেন।পঁচিশ টাকা মাটিতে রেখে মাথা নুইয়ে মেয়েটি উত্তম কুমারকে প্রণাম করলো। উত্তম কুমার ত্রাণের সঙ্গে বড়ো বড়ো চোখের চাউনি ভরা একরাশ স্বপ্ন নিয়ে ফিরলেন।

সত্যিকথা উত্তম কুমার আর বিকাশ রায় সেদিন ফিরে এসেছিলেন শ্রদ্ধায় অবনত হয়ে আর বারবার তাদের নমস্কার জানিয়ে।

তথ্যসূত্র: আনন্দলোক

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199