"চিনি দেড় চামচ " শিরোনামে চতুষ্টয় গান প্রকাশনা অনুষ্ঠান

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 26 Dec 2024

2570 বার পড়া হয়েছে

Shoes

শ্রদ্ধেয় গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাইয়ের লেখায়, শ্রদ্ধেয় সুরকার, শিল্পী শাহবাজ খান পিলু ভাইয়ের সুরে এবং এই প্রজন্মের মেধাবী কণ্ঠশিল্পী এলিটা করিমের কণ্ঠে চারটি গান প্রকাশিত হয়েছে  ২৪ ডিসেম্বর, ২০২৪, গুলশানের "১৩৮ ইস্ট"  -এ  । অনেক বছর পর এমন সুন্দর পরিবেশ ও শ্রোতাদের উপস্থিতিতে অন্যরকম অভিজ্ঞতা হলো।

চিনি দেড় চামচ
চায়ের কাপ টেবিলে রেখে বললাম
ক'চামচ চিনি
সেই আগের মত হেসেই বললে
দেড় চামচ আদর্শ মানি।।

এমনই গানের কথা। চমকে যেতে হয়। আধুনিক বাংলা গানে এরকম বাণী, সচরাচর শোনা না হলেও মন দিয়ে শুনে চমকে যেতে হয়। বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাই বরাবরের মতো আরো চারটি গান লিখেছেন একেবারেই ভিন্ন আঙিকে। আর অভিজাত সুরকার শাহবাজ খান পিলু সুরও করেছেন তাঁর ব্যতিক্রমি চিন্তায়। এই প্রজন্মের মেধাবী কণ্ঠ শিল্পী এলিটা করিমের কণ্ঠে আমরা শুনলাম গান।
আগের মত এখন তো আর ক্যাসেট, সিডি প্রকাশিত হয় না। সময়ের বিবর্তন বিবেচনা ও আধুনিকতায় প্রকাশিত হয়েছে গানগুলো ইউটিউবে।

প্রেম হবে দিন শেষে
এখানে ওখানে মুঠো মুঠো হাসি ভাসে
আমাদের শত আশা
তোমাদের ছোঁয়ায় হাসে
এসো আজ একসাথে
উড়াই বেলুন আকাশে
ইচ্ছেরা রবে সাথে
প্রেম হবে দিন শেষে।।

এই গানের কথাও মনকে দোলা দেয়। " চিনি দেড় চামচ" এবং " প্রেম হবে দিন শেষে " - এই দুটো গানের কথায় যেমন ভিন্নতা, সুরেও আছে অন্যরকম মাধুর্য।

অনুভূতি প্রকাশ করলেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান, লিটন অধিকারী রিনটু, ফোয়াদ নাসের বাবু, আসিফ ইকবাল, বাপ্পা মজুমদার, এলিটা করিম, কনা।

কণ্ঠশিল্পী এলিটা করিমের কাছে এই চারটি গান গাওয়া পরম পাওয়া। একদিকে যেমন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাইয়ের লেখা, অন্যদিকে পিলু ভাইয়ের মত গুণী সুরকারের সুরে গান গাওয়া তার সংগীত যাত্রায় অন্য মাত্রা যুক্ত করেছে। এলিটা বললেন: গানগুলোর বাণী ও সুর এতটাই সমৃদ্ধ যে, শুনলেই মনের পর্দায় ভেসে উঠবে একটি সুন্দর গল্প।
 
সুরকার, গায়ক নকীব খান বললেন: একটি গানের জন্য দরকার শক্ত ও মানসমৃদ্ধ টিম ওয়ার্ক। এখানে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পীর যৌথ সমন্বয় মূখ্য বিষয়। আবার যন্ত্রশিল্পী এবং শব্দ নিয়ন্ত্রকের ভূমিকাও অপরিহার্য। আজ যে চারটি গান প্রকাশিত হলো, তা বাংলাদেশের সংগীত ভুবনে অন্যমাত্রা যোগ করবে আশা করি। বরাবরই পিলু খান ব্যতিক্রমী সুর করেছে। তেমনি আবেগী কণ্ঠে গেয়েছেন এলিটা করিম।

দেশের বরেণ্য গীতিকবি লিটন অধিকারী রিন্টু বললেন: ব্যতিক্রমী গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাইয়ের কথায়, পিলু খানের ব্যতিক্রমী সুরে এবং অসম্ভব মিষ্টি সুরেলা কণ্ঠের অধিকারী এলিটা করিমের গায়কীতে গানগুলো মুগ্ধ করে।

গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী জানালেন তার মতামত। তিনি বললেন : আধুনিক গান বরাবরই আধুনিক হতে হবে। সমাজ ও রাষ্ট্রে যেমন পরিবর্তন আসে, তেমন ভাবেই আধুনিক গানে পরিবর্তন হওয়া উচিৎ। কথায়, সুরে ও গায়কীতে আধুনিকতা থাকতে হবে। আজকে প্রকাশিত চারটি গানে পিলু খানের সুরে যেমন আধুনিকতা আছে, তেমনি এলিটার কণ্ঠেও আধুনিকতার পরশ খুঁজে পাবে শ্রোতারা।

গীতিকবি আসিফ ইকবাল বললেন: আধুনিক বাংলা গান লেখায় আমাদের অগ্রজরা বরাবরই আমাকে প্রেরণা যুগিয়েছেন। তাদের কাছ থেকে  আমরা শিখেছি। গান লিখছি।

সুরকার ও গায়ক বাপ্পা মজুমদার বললেন: জঙ্গী ভাই, পিলু ভাই বরাবরই আকর্ষণীয় কাজ করেন। এলিটার স্বতঃস্ফূর্ত গায়কী মুগ্ধ করেছে।

সুরকার শাহবাজ খান পিলু বরাবরই কম কথার মানুষ। কিন্তু তার সুর বলে দেয়, তিনি কেন অভিজাত সুরকার। তিনিও বললেন: গীতকবি, সুরকার এবং কণ্ঠশিল্পীর যৌথ ও সুন্দর  মেলবন্ধনে মনে রাখার মত গান সৃষ্টি হয়।
 
সংগীতশিল্পী কনা বললেন : আমি আজ এলিটার গান শুনে মুগ্ধ হয়েছি। অসাধারণ বাণী ও সুর। তাদের প্রতি আমার শ্রদ্ধা।

অনুষ্ঠানে গান গাইলেন নকীব খান,  পিলু খান, বাপ্পা মজুমদার,  এলিটা।

অনুষ্ঠানে নতুন গানের দুটো ভিডিও চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান উপস্থাপন করলেন আজব প্রকাশের জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত চারটি গান প্রকাশ করে জয় শাহরিয়ার বরাবরের মতই চমক দিয়েছে।

শাহরিয়ার আদনান শান্তনু

ছবিঃ গানচিল ফটোগ্রাফি

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199