বিগ স্লিপ আজও…

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 1 Feb 2024

2035 বার পড়া হয়েছে

Shoes

পঁচাত্তর বছরের পুরনো এক সিনেমা কাহিনির জটিল আর অস্পষ্ট বিন্যাসের কারণে আলোচিত হয়েছিলো।আলোচিত হয়েছিলো এই থ্রিলার ছবির কড়কড়ে সংলাপ, অম্ল প্রেক্ষাপট, ভয়ংকর সংঘাত আর যৌন অনুভূতির অভিঘাত। হামফ্রে বোগার্ট আর লুরান বাসিল অভিনীত ‘বিগ স্লিপ’ ছবিটি পর্দায় আসে ১৯৪৬ সালে। চিত্রনাট্য রচয়িতা নিকোলাস বারবার ছবি মুক্তি পাওয়ার পর দর্শক প্রতিক্রিয়া পেয়ে বলেছিলেন, ‘অস্পষ্টতাকেও গ্রহণ করা উচিত।’Bigsleep

এই ছবি মুক্তির পর নিউইয়র্ক টাইমসের রিভিউ কলামে আখ্যা দেয়া হয়েছিলো, ‘তীব্র এক ধুম্রজাল’ বলে। মজার ব্যাপার হচ্ছে, শতাব্দী কেটে যাবার পরেও উইকিপিডিয়ায় বিগ স্লিপ সম্পর্কে লেখা হয়েছে, ছবির গল্প অনুসরণ করতে হলে গভীর মনযোগ প্রয়োজন। একেকটি চরিত্র যে ভাবে আচমকা উঠে এসে গল্পের সঙ্গী হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে তাতে করে এই ছবি দেখতে হলে কাহিনি সূত্র লিখে রাখা ছাড়া উপায় নেই। তবে এত বছর পরে কোনো কোনো বিশ্লেষক মন্তব্য করেছেন, এই অস্পষ্টতাই বিগ স্লিপ ছবির আসল সার্থকতার জায়গা।

ছবিটি নির্মিত হবার পরেও কিছু অংশ আবার শুটিং করে জোড়া দেয়া হয়। পরিচালক হামফ্রে বোগার্ট আর লুরেন বাসিল জুটির জনপ্রিয়তার কথা ভেবে আরও কিছু আকর্ষণীয় সংলাপ তৈরি করেছিলেন। তবে এটাও বলা হয়েছে, জটিল প্লটকে একটু সহজ করার জন্য ছবিতে খানিকটা বাড়তি যৌনতা যোগ করা হয়েছিলো তখন।

রেমন্ড শ্যান্ডলারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে বোগার্ট গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। এই ছবি মুক্তি পাওয়ার আগেই বোগার্ট ‘কাসাব্লাংকা’ ছবিতে অভিনয় করে ফেলেছেন। তখন তার জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বী। কিন্তু লুরেন বাসিল মাত্র ১৯ বছর বয়সে হলিউডে নিজের জায়গা করে নিতে পেরেছিলেন। খানিকটা যৌন আবেদন আর বাকিটা অভিনয় দিয়ে তিনি জয় করেছিলেন পরিচালকদের। ৪৪ বছর বয়ষ্ক বোগার্ট বিগ স্লিপ ছবিতে অভিনয় করতে এসে বাসিলের প্রেমে পড়েন। তারা বিয়েও করেছিলেন। তবে তাদের মধ্যে বয়সের ফারাক ছিলো ২৫ বছর। বাসিল সেই সময়ে কার্ক ডগলাস, চার্লস বোয়ারের মতো বাঘা বাঘা অভিনেতার সঙ্গে ছবিতে অভিনয় করেন। বিগ স্লিপ ছবির সাফল্য এই অভিনেত্রীকে টেনে নিয়ে গিয়েছিলো বহুদূর। বোগার্ট ১৯৫৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তারপরেও বাসিলের অভিনয় জীবনের ওপর পর্দা নেমে আসেনি।

তথ্যসূত্রঃ বিবিসি কালচার, দ্য গার্ডিয়ান
ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199