আগুনের অবসরকাল

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 14 Sept 2023

2905 বার পড়া হয়েছে

Shoes

যে ছবিগুলো ৫৬ বছর ধরে সবার চোখের আড়ালে ছিলো সোফিয়া লরেন নিজেই সেগুলো প্রকাশ করলেন পত্রিকায়। ১৯৬৪ সালে মুক্তি পেয়েছিলো তাঁর অভিনীত ‘ম্যারেজ ইটালিয়ান স্টাইল’। এই ছবির জন্য লরেন দ্বিতীয়বার অস্কার মনোনয়নও পেয়েছিলেন।

সোফিয়া লরেনের পুরনো ছবি নতুন করে আগুন উসকে দিয়েছে। সোফিয়া লরেন এখন ৮৬ বছর বয়সে দাঁড়িয়ে। অভিনয় করছেন নেটফ্লিক্সের ড্রামা সিরিয়াল ‘দ্য লাইফ অ্যাহেড’-এ। সিনেমার সেই মুখোরোচক দিনগুলিতে সোফিয়া লরেন ছিলেন পর্দাজোড়া এক ঝড়। একের পর এক সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় আর শরীরের গভীর আহ্বান তছনছ করে দিয়েছিলো দর্শকদের মনের রজনীগন্ধা বন। সেখানে তখন একাই সোফিয়া লরেনের রাজত্ব। বয়স, নতুন মাধ্যমে ধারাবাহিকে অভিনয় সব মিলিয়ে এখনকার জীবনটা সোফিয়া লরেনের কেমন লাগে? গার্ডিয়ানের সাংবাদিকের প্রশ্নে লরেনের সহজ উত্তর ছিলো , শরীর বদলে যেতে পারে, কিন্তু মন বদলায় না।

‘দ্য লাইফ এহেড’ সিরিজে লরেন অভিনয় করছেন একজন সাবেক যৌনকর্মী রোজের ভূমিকায়। সেখানেই এক নারীর লড়াইয়ের গল্পটাই মূখ্য। আর সোফিয়া লরেনের অভিনয় জীবন? সেখানে কিন্তু এলাম, দেখলাম আর জয় করলাম-এর ম্যাজিকটা ছিলো না। কেউ বলেছিলো, মেয়েটার নাক বেশি লম্বা। কেউ দোষ দিয়েছিলো পুরু ঠোঁটের। কিন্তু সোফিয়া লরেনকে আটকে রাখা যায়নি। কার্লো পন্টির মতো প্রেমিক ও স্বামীকে পাশে নিয়ে সোফিয়া লরেন প্রায় একটা যুদ্ধের ময়দান অতিক্রম করে এসেছেন।

ম্যারেজ ইটালিয়ান স্টাইল ছবির জন্য অস্কার না-পেলেও তার আগেই এই পুরস্কার সোফিয়া লরেনের করতলগত হয়েছিলো ১৯৬১ সালে ‘টু উইমেন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য। কিন্তু ম্যারেজ ইটালিয়ান স্টাইল ছবিতে রাতপোশাকে সোফিয়া লরেনের অনাবিষ্কৃত ভঙ্গি কিন্তু এত বছর পরেই ঢেউ তুলেছে ভক্তদের চায়ের কাপে।আসলে আগুনের কোনো অবসরকাল নেই বোধ হয়।
তথ্যসূত্র ও ছবিঃ দ্য গার্ডিয়ান, এক্সপ্রেস

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199