নদী এসে পথ সাগরে মিশে যেতে চায় - গানের পেছনের গল্প

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 9 Jan 2025

3220 বার পড়া হয়েছে

Shoes
Shantanu
শাহরিয়ার আদনান শান্তনু 

নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়
এই মিলন মেলা কে রুখে
ভালোবাসা এমনি সর্বনাম
ফিরে আসে আর হারায়
নদীর অচেনা বাঁকে....

তপন চৌধুরী

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড  ‘সোলস’এর জনপ্রিয় একটি গান। গানটির কথা এতটাই হৃদয়গ্রাহী, শোনা মাত্রই মন ও আবেগ অন্যরকম হয়ে যায়। আর সুরও অসাধারণ। ‘সোলস’এর প্রথম অডিও অ্যালবাম ‘সুপার সোলস’-এ গানটি রিলিজ হয়। ‘সোলস’ এর মূল গায়ক  তপন চৌধুরী গানটি গেয়েছেন। আমরা তখনও ইশকুলে পড়ি। জানতাম না এই গানটি কে লিখেছেন...  আর সুর-ই করেছেন কে?
অথচ আমরা বন্ধুরা মিলে গাইছি। ক্যাসেট প্লেয়ারে শুনছি। এই গানটি ‘সোলস’ তথা ব্যান্ড  সংগীতের জনপ্রিয় গানের তালিকায় স্থান করে নিয়েছে।
অনেক বছর পর জানলাম এই গানটি লিখেছেন চিত্রশিল্পী ও কবি খালিদ আহসান। সুর করেছেন নকীব খান। তাঁরা দু’জনই আমাদের প্রজন্মের কাছে পরম শ্রদ্ধেয়। একটা সময়ে এসে খুব আগ্রহ হলো- আমাদের তরুণ বেলার জনপ্রিয় গান গুলো লেখা ও সুর করার নেপথ্যের কথা জানতে হবে। তখন করোনাকাল চলছে। গৃহবন্দী জীবন।  প্রায় সময় মোবাইল ফোনেই বিভিন্ন জনের সঙ্গে আড্ডা হতো। এমনি এক আড্ডার সময়ে কবি খালিদ আহসান  ভাইয়ের কাছে জানতে চাইলাম - এই গানের লেখা নেপথ্যের কথা।
খালিদ ভাই বললেন, ‘কোন বিশেষ কিছু নেই। এটি শাশ্বত প্রেমের গান। মানব-মানবীর আবেগ একটি নির্দিষ্ট লক্ষ্যে যেতে চায়। যেমনটা হয় নদী ও সাগরের ক্ষেত্রে। এই গানেও সেটাই বলেছি। ভালোবাসার রঙ, স্মৃতি -  রূপক অর্থে কিছু বিষয় উল্লেখ করেছি। আমাদের চট্টগ্রামের পতেঙ্গায় আছে নদী ও সাগরের মিলন। এই মোহনার জায়গাটি আমার খুবই প্রিয়। এখানে আসলে পর আমার এরকম অনুভূতি হয়। ধরে নাও, এমন ভাবনা থেকেও গানটি লেখা হয়েছে।’
খালিদ ভাই বলছেন,আমি মুগ্ধ হয়ে শুনছি। আমার একটা শখ ছিলো ভালোলাগা গানগুলো লিখে রাখা। তাড়াতাড়ি করে ডায়রি বের করে জানতে চাইলাম, গানের একটি লাইন আছে -
‘সেই চলে যাওয়া পাখিটার ছায়া
সেই ছায়া ধীরে মেলায় হৃদয় মেঘের ফাঁকে’...
এখানে বিষাদের ছোঁয়া। কেন?

কবি খালিদ আহসান

খালিদ ভাই বললেন,‘সব ভালোবাসার কী মিলন হয়? মিলন না হয়েও প্রেম শাশ্বত সুন্দর রয়ে যায়। ধরে নাও - এটা এমনই।’
অসাধারণ। খালিদ ভাই একজন শক্তিমান কবি এবং খুবই উঁচুমানের গীতিকবি।এই গানটির কথা গুলো পড়লেই অনুধাবন করা যায়। এই গানের কোথাও ‘আমি’,‘তুমি’ বা ‘আমরা’ শব্দ নেই। কিন্তু ভালোবাসার দর্শন আছে। বর্ণিল প্রকাশ আছে। এরপরে জানতে চাইলাম, কখন লিখেছেন এই গানটি?
খালিদ ভাই বললেন,একদিন বাসা থেকে বেরিয়ে (চন্দনপুরাস্থ নিজের বাসা) ইকবাল হোটেলে যাচ্ছি। পথে নকীব খানের সঙ্গে দেখা। নকীব বললো গান লিখতে। আমার কবিতা সে পড়েছে। সুন্দর গান হবে। আমি আসলে তখনও ভাবিনি যে, গান লিখবো। যাক, দুইজনে মিলে ইকবাল হোটেলের সন্দেশ খেতে খেতে অনেক আলাপ হলো।তখন বললেন, কিছুদিন পর এই কবিতা বা গান লিখে নকীবকে দিলাম। তারও কিছু দিন পর নকীব বললো, সুর করে ফেলেছি। আসেন একদিন বাসায়, আপনাকে শোনাব। তখন নকীব খানের বাসা ছিলো কাজেম আলী স্কুলের সঙ্গেই।সেখানে আবার সোলস প্র্যাকটিস করতো। নকীব সেদিন আমাকে গানটা শোনালো। খুব ভালো লাগলো। আমার কবিতা গান হবে এটা কখনো ভাবিনি। নকীব খুব সুন্দর সুর করেছে। পরে সোলস-এর মূল গায়ক তপন চৌধুরী গানটি গাইলো।তারপর ‘সোলস’এর ক্যাসেটেও গানটি স্থান পায়। ব্যস, এই হলো গানটির পেছনের গল্প।’
খালিদ আহসান এভাবেই বলছিলেন এই বিখ্যাত গানটির কথা। সময়কাল ১৯৮০ সাল।

নকীব খান

এবার আসি এই গানের সুরকার নকীব খানের সুর করা প্রসঙ্গে। করোনাকালীন সময়ে আমি নকীব ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছিলাম অনলাইনে। আলাপে উঠে আসে এই গানটির কথা। তাঁরও প্রিয় গান এটি। খালিদ ভাই করোনাকালীন সময়ে ২০২১ সালে চলে গেলেন পরপারে। তখন এতটাই মুষড়ে পড়ি, খালিদ ভাইয়ের স্মৃতি আগলে রাখার চেষ্টা করি। খালিদ ভাইকে স্মরণ করে একটি অনলাইন অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে  নকীব ভাই উনার অনুভূতির কথা বলেন। নকীব ভাই বলেন,‘যখন খালিদ ভাই আমাকে কবিতাটি দিলেন, যতবারই পড়ছিলাম, ততই মুগ্ধ হচ্ছিলাম। এত সুন্দর কথা। এত গভীরতা। যাহোক, অল্প সময়ে গানটির সুর করে ফেলি। কিছুদিন পর গানটি খালিদ ভাইকে শোনালাম। তাঁর ভালো লাগার প্রকাশ দেখে আমিও অনুপ্রাণিত হলাম। পরে খালিদ ভাইয়ের লেখা ‘নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়’ এই গানটি ‘সোলস’এর জন্য রেখে দিলাম। তখন আমিও ‘সোলস’ এ। তপন চৌধুরী গানটি গাইলো এবংঅসম্ভব জনপ্রিয় হলো। বাংলাদেশের প্রথম ব্যান্ড  অডিও  অ্যালবাম ‘সুপার সোলস’-এ গানটি রিলিজ হয়। তখন চারপাশে অনেককেই গাইতে শুনি।’

এবার এই গানের মূল গায়ক তপন চৌধুরীর অনুভূতি জানতে চাইলাম। তিনি বর্তমানে কানাডা প্রবাসী। তপন’দা শুরুতেই বললেন, আমি যত গান গেয়েছি, তার মধ্যে এই গানটি আমার কাছে একেবারেই ভিন্নধর্মী। যেমন কথা, তেমন সুর। পুরো গানটা শুনলে বুঝতে পারবে, ভালোবাসার প্রকাশ কতো সুন্দর করে উপস্থাপন করা যায় প্রকৃতির রূপের মধ্য দিয়ে। খালিদ ভাই অসাধারণ কবি। কিন্তু গান লিখেছেন কম। কিন্তু যে কয়টা লিখেছেন,  অসাধারণ।আমি এখনও আমার অনুষ্ঠানে  "নদী এসে পথ " গানটি গাই।’
 
এভাবেই ‘নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়’ গানটির লেখা ও সুর করার নেপথ্যের কথাগুলো জানতে পারি। সোলস এর সুবর্ণ জয়ন্তী বছর ২০২৩। ১৯৮০ সালে খালিদ আহসানের লেখা ও নকীব খানের সুরে এই গানটির আবেদন ও জনপ্রিয়তা আজও অটুট।

ছবি: গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199