মেগান ফক্সের কবিতার বই

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 23 Aug 2023

3920 বার পড়া হয়েছে

Shoes

বলিউডের অভিনেত্রী মেগান ফক্স এবার কবিদের খাতায় নাম লেখাতে যাচ্ছেন। লেখাতে যাচ্ছেন বলাটা ভুল। বলা যায়, লিখিয়েই ফেলেছেন। এ বছরের নভেম্বর মাসে তার কবিতার বই ‘প্রিটি বয়েজ আর পয়জনাস’ প্রকাশ করতে যাচ্ছে গ্যালারী বুকস।

অভিনেত্রী নিজেই তার কবিতাগুলিকে ডার্ক পোয়েট্রি নামে আখ্যা দিয়েছেন। ভূমিকায় তিনি খোলসা করে লিখেই দিয়েছেন অন্ধকার কবিতাগুলোর প্রেক্ষাপট। মেগান ফক্সের ভাষায়, তার গোটা জীবনটাই এক ধরণের যন্ত্রণা নীরবে সহ্য করে যাওয়ার জীবন। তিনি লিখছেন, ‘‘আমার জীবনে পুরুষদের অনেক পাপের বোঝা আমি বহন করে চলেছি। বহন করছি তাদের আঁচড়ের দাগও। কবিতার পেংক্তি আমাকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে।’’

ফক্সের লেখা ৮০টি কবিতা বন্দী হয়েছে দুই মলাটে।বইয়ের মলাটে সংক্ষিপ্ত বিবরণে লেখা আছে, ‘‘পাতা উল্টে রসালো এক আপেলে কামড় বসাও। গোটা বছর পাঠ করো মারাত্নক আকর্ষক সব কবিতা।’’

ফক্সের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০১ সালে। তখনও তিনি তারকা খ্যাতি লাভ করেননি। তার আগেই অবশ্য ফ্যাশন মডেলিংয়ের জগতে তার খানিক সুখ্যাতি ছড়িয়ে পড়েছিলো। ২০০৭ সালে ‘ট্রান্সফর্মার’ ছবিটি তাকে তারকা খ্যাতি এনে দেয়। ২০২০ সালে ‘থিংক লাইক এ ডগ’ ছবিতে অভিনয় করে মেগান ফক্স তার অভিনয় গুনের পরিচয় দেন। এরই ধারাবাহিকতায় তিনি টেলিভিশনে কয়েকটি ধারাবাহিকে কাজ শুরু করেন।২০২১ সালে তার অভিনীত শেষ সিনেমা ‘টিল ডেথ’। অ্যা্কশন থ্রিলার ঘারানার এই ছবিতেও ফক্স খুবই সাবলীল অভিনয় করেছেন। এবার দেখার পালা কবিতার আগুনে তিনি কতোটা হাত পোড়াতে সক্ষম হয়েছেন।

তথ্যসূত্রঃ লিটারেরি হাব

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199