ঈদ রঙ্গ আহারে…

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 27 Jun 2023

2910 বার পড়া হয়েছে

Shoes

ঈদ মাথায় রেখে দেশের সবগুলো চ্যানেলের মধ্যেই একটা প্রতিযোগীতার ধুম পড়ে যায়। এই ইঁদুর দৌড়ে কেউই পিছিয়ে পড়তে চান না।ঈদের পাঁচ-ছয় দিন পর্যন্ত সব চ্যানেলেই একের পর এক নাটক, টক’শো, রিয়েলিটি’শো আর বিনোদনমূলক অনুষ্টান চলতে থাকে। চ্যানেল আই’তে এমনি একটা সেলিব্রেটি আড্ডার অনুষ্টান দেখানো হবে ঈদের স্লটে। এমনি আড্ডার নামকরণ করা হয়েছে ‘ঈদ রঙ্গ আহারে’। এতে সেলিব্রেটি হিসেবে উপস্থিত থাকবেন অয়ন, আনিসা,কর্নিয়া ,ঝিলিক,বারিশা আর সালমা।এই আড্ডা থেকেই আপনারা আপনাদের প্রিয় মানুষদের অনেক কথা জানতে পারবেন।এ ঈদের তারা কি করছেন, কোথায় যাবেন এমন তথ্যও আপনারা তাদের আড্ডা থেকেই জানতে পারবেন হয়তোবা।আসলে আড্ডা তো আড্ডাই। এখানে অনেক কথাই তারা বলবেন তাদের ফ্যানদের জন্য।এই আড্ডাটি আরও জমাটি করবেন আমাদের আরেক প্রিয় ‍শিল্পী পুনম প্রিয়াম। পরিচালনা এবং সঞ্চালনার ভূমিকায় আছেন পুনম স্বয়ং । তো আর কোনো ভাবনা নেই। আসুন আমরা অপেক্ষা করি সেই দিনটির জন্য।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199