ঢাকায় অনুষ্ঠিত হলো বায়োস্কোপ ফিল্মস এর নতুন বছরের মিট এন্ড গ্রিট

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 7 Jan 2024

5520 বার পড়া হয়েছে

Shoes

২ জানুয়ারী মঙ্গলবার গুলশানের লেক‘শোর হোটেলের লা ভিটা বলরুমে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক চলচ্চিত্র পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস এর ২০২৪ বছরের মিট এন্ড গ্রিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রী , পরিচালক, প্রযোজক এবং শুভানুধ্যায়ী। উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বায়োস্কোপ ফিল্মস এর অন্যতম কর্ণধার নওশাবা রশিদ বলেন, `একজন চিকিৎসক এবং একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার দম্পতি ২০১৭ সালে চলচ্চিত্রকে ভালবেসে আমেরিকায় যে যাত্রা শুরু করেছিল, আপনাদের সাহায্য এবং ভালবাসায় এখন সেই বায়োস্কপ ফিল্মস ৩৯টি বাংলা চলচ্চিত্র আমেরিকা কানাডায় দেখিয়ে বাংলা ছবি’র এক স্থায়ী দর্শক উত্তর আমেরিকায় তৈরী করতে পেরেছে। তিনি বলেন, ২০২৩ সালে আমরা মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে বাংলা ছবি নিয়ে প্রবেশ করেছি। আমাদের দুবাই অফিস এখন পুরোদমে কাজ শুরু করেছে এবং কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব এবং আবু ধাবি তে সিনেমা দেখানোর লাইসেন্সে এখন আমাদের আছে।‘ নওশাবা রশিদ আরো বলেন, ``আমাদের প্রযোজিত প্রথম ছবি “দাফন” এর কাজ দ্রুত শেষ হচ্ছে এবং এ বছরেই আমরা এ ছবি’র মুক্তি দেয়ার আশা রাখি।“ অনুষ্ঠানে উপস্থিত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার বক্তব্যে বলেন – “রাজ ভাই ও রুবনা আপা’র সঙ্গে ২০১৬ সাল থেকে আমার পরিচয়। অত্যন্ত ভাল মানুষ এরা দু’জনেই। আমার প্রথম প্রযোজিত ছবি “দেবী” আমেরিকায় তারাই দেখিয়েছিলেন। দু’জনেই চলচ্চিত্র ভালবেসে এ’কাজ করে যাচ্ছেন এবং বাংলা ছবিকে অত্যন্ত পজিটিভ আঙ্গিকে পৃথিবীর দরবারে নিয়ে আসছেন। আমার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান `সি তে সিনেমা‘ -র অনেকগুলো কাজ আগামীতে আসছে, আপনারা সাথেই থাকবেন”। জয়া আহসান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতাদের মধ্যে সাজু খাদেম, আহসান হাবিব নাসিম, মিলন ভট্টাচার্য, গাজি আব্দুন নুর, এ কে আজাদ সেতু, সাইফ খান ও জহুর এবং অভিনেত্রী রুনা খান, হৃদি হক, সোহানা সাবা, শাবনাম ফারিয়া, তানজিকা আমিন, প্রিয়ন্তী ঊর্বী এবং নিশাত প্রীয়ম। অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে বিশিষ্ট অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, সমাজসেবক, রাজনিতীবিদ প্রাক্তন টেলি যোগাযোগ এবং তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেন, “বায়োস্কোপ ফিল্মস সুদূর আমেরিকা এবং অন্যান্য দেশে বাংলা ছবি নিয়ে যে নিরলস কাজ করে যাচ্ছেন।“ এই কাজের ভূয়সী প্রশংসা করে বলেন – “আমাদের চলচ্চিত্রের মান উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের চলচ্চিত্রের সমাদরও বাড়ছে। এই উন্নয়নে সরকারি অনুদান এবং বাংলাদেশ সরকার এবং মাননীয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র অবদান অস্বীকার করবার উপায় নেই। প্রধানমন্ত্রী নিজেও একজন চলচ্চিত্র প্রেমী।” প্রবাসী বাংলাদেশীদের বাংলা ছবি’র পাশে দাড়াবার আহ্বান জানান তারানা হালিম। অনুষ্ঠানের এক পর্যায়ে বায়োস্কোপ ফিল্মস প্রযোজিত এবং কৌশিক শঙ্কর দাশ পরিচালিত “দাফন” ছবি’র কলা কুশলীদের পরিচয় করিয়ে বক্তব্য রাখেন বায়োস্কোপ ফিল্মস এর প্রধান অপারেশেন্স অফিসার শুভজিত রায় এবং পরিচালক কৌশিক শঙ্কর দাশ। মঞ্চে তখন উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খান, শাবনাম ফারিয়া, প্রিয়ন্তী ঊর্বী, অভিনেতা সাইফ খান, এবং প্রধান এ.ডি আওরঙ্গজেব। নতুন বছরের এই মিট এন্ড গ্রেট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, বিশিষ্ট পরিচালক ফখরুল আরেফিন খান, মিশন এক্সট্রীম ছবির নির্মাতা সানি সানোয়ার, প্রহেলিকা ছবির পরিচালিকা চয়নিকা চৌধুরী, পরিচালক অরুন চৌধুরী এবং ছবির প্রযোজক জামাল হোসেন, শাপলুডু ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল, ১৯৭১ সেই সব দিন ছবি’র পরিচালিকা হৃদি হক, নির্বাহী পরিচালক/এডিটর/গায়ক কামরুজজামান রনি, বিশিষ্ট প্রযোজক এবং গলুই ছবির নির্মাতা খোরশেদ আলম খসরু, রিকশা গার্ল ছবির প্রযোজক আসাদুজজমান সকাল এবং মেহজাবিন চৌধুরী, জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোনাল, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খাইরুল আনাম শাকিল এবং মাসুদা আনাম কল্পনা, চ্যানেল আই এর বিশিষ্ট উপস্থাপক ও প্রোগ্রাম ম্যানেজার পুনম প্রিয়াম , RTV র হেড অফ প্রোগ্রামিং দেওয়ান শামসুর রকিব ও প্রমুখ। অনুষ্ঠানে বায়োস্কোপ ফিল্মস এর ২০২৪ সালের প্রথম ৬ মাসের লাইন-আপ ঘোষণা করা হয়। আমেরিকা কানাডা এবং মধ্য প্রাচ্যে পরিবেশনার দায়িত্তে এই চলচ্চিত্র গুলো হচ্ছে – ব্রাত্য বসু পরিচালিত মোশাররফ করিম অভিনীত “হুব্বা “, নুরুল আলম আতিক পরিচালিত, জয়া আহসান এবং তারিক আনাম অভিনীত “পেয়ারার সুবাস“, সৃজিত মুখার্জী পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত “পদাতিক“, রায়হান রাফি পরিচালিত সুপারস্টার সাকিব খান অভিনীত “তুফান” এবং ২০২৫ সালে রেদোয়ান রনি পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত “দম”। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশিষ্ট উপস্থাপক রুম্মান রশিদ খান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নওশাবা রশিদ, শুভজিত রায় এবং নোমান লাম ।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199