রায়ে জয়ী রায়

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 1 Jun 2023

2040 বার পড়া হয়েছে

Shoes

আদালতে মামলার রায়ে মুক্তি পেলো সত্যজিৎ রায়ের সিনেমা নায়ক। এই ছবির প্রথম এবং একমাত্র অধিকার একমাত্র প্রয়াত পরিচালকের। কয়েক বছর আগে সত্যজিৎ রায়ের অনেকগুলো সিনেমার প্রযোজক আর ডি বনশল নায়ক সিনেমার অধিকার চেয়ে আদালতে মামলা করেন। গত ২৪ মে দিল্লীর উচ্চ আদালত রায়ে বলেন, পরিচালক প্রয়াত। তাই যাবতীয় স্বত্ত্ব একমাত্র উত্তরাধিকার সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় এবং ‘সোসাইটি ফর প্রিজারভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভস’-এর। বিচারপতি সি হরিশঙ্কর এই রায় দেন।

বিবাদের সূ্ত্রপাত ঘটে ২০১৮ সালে। ওই বছর ‘নায়ক’ সিনেমার চিত্রনাট্যের ওপর ভিত্তি করে একটি ইংরেজিতে উপন্যাস লেখায় হাত দিয়েছিলেন লেখক-সাংবাদিক ভাস্কর চট্টোপাধ্যায়। প্রযোজক সংস্থার দাবি, ২০১৮ সালের ১০ এপ্রিল ‘সোসাইটি ফর প্রিজারভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভস’-এর এক চিঠিতে বিষয়টি তারা জানতে পারেন। বইটির প্রকাশ অনুষ্ঠানে ছবিটি দেখানোর অনুমতি চেয়ে প্রযোজকের কাছে চিঠিও দেয় সত্যজিৎ রায় সোসাইটি। এরপরেই দুই পক্ষের বিবাদ শুরু। প্রযোজক সংস্থার দাবি, তারাই চুক্তির ভিত্তিতে প্রয়াত পরিচালককে চিত্রনাট্য লেখার প্রস্তাব দিয়েছিলেন। তাই এই সিনেমার যাবতীয় স্বত্ত্বের উপরে সবার আগে তাদের অধিকার রয়েছে।

ভাস্কর চট্টোপাধ্যায় জানান, সত্যজিৎ রায়ের সমস্ত কাজের আইনি উত্তরাধিকারী তাঁর পুত্র সন্দীপ রায় এবং সত্যজিৎ রায় সোসাইটি। তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরেই বইটি প্রকাশ করা হয়েছে। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট রয়্যালটিও প্রকাশনা সংস্থা সন্দীপ রায় এবং সংগঠনকে পৌঁছে দিয়েছে। 

প্রযোজনা সংস্থা বই প্রকাশের সময় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি  আবেদন জানিয়েছিলো। সেই আবেদনও আদালতে গ্রাহ্য হয়নি।

তথ্যসূত্রঃ দৈনিক আজকাল, কলকাতা

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199