আবিদ আজাদের কবিতা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 13 Jun 2024

4635 বার পড়া হয়েছে

Shoes

আবিদ আজাদ বাংলা ভাষার একজন আধুনিক কবি। তিনি বাংলাদেশের বিংশ শতাব্দীর কবিতার ইতিহাসে সত্তর দশকের সঙ্গে চিহ্নিত। তার কবিতা লিরিকধর্মী, অনুচ্চকণ্ঠ এবং চিত্রময়। কবিতায় নগর জীবন আর ফেলে আসা দূর গ্রামের ছবি এঁকেছেন আবিদ আজাদ নিপুন মমতায়। ১৯৫২ খ্রিষ্টাব্দের ১৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার চিকনিরচরে তিনি জন্মগ্রহণ করেন। প্রথম কাব্যগ্রন্থ ঘাসের ঘটনা (১৯৭৬)। ২০০৫ সালের ২২ মার্চ তিনি প্রয়াত হন।

 

বৃষ্টি

টাপুরটুপুর টাইপরাইটারের শব্দে বৃষ্টি নামলো বৃষ্টি নামলো সারা মতিঝিলে

বৃষ্টি নামলো রিমঝিম রিমঝিম কমার্স বিল্ডিংয়ের ছাদে

বৃষ্টি নামলো দোতলার তেতলার সারি সারি জানলার শার্সিজুড়ে-

 

আর দূরে স্ট্রীটে ছত্রখান শিরিষের

পাতার ছায়ায় কাঁপে ব্যাংকিং আওয়ার।

রিমঝিম রিমঝিম বৃষ্টির গুঞ্জন ওঠে এয়ারকুলারে,

ওড়ে লেজতোলা ঘুরন্ত পাখির মতো ফাইলের কাগজ,

শার্সি ভেদ করে এসে অজস্র তারার মতো বৃষ্টির ঝাপটা লাগে ঘন কালো

মেঘ জমে থাকা সেক্রেটারিয়েট টেবিলে,

কর্পোরেশনের কেরানির গরীব জামায়

বৃষ্টি নামলো নুলো-ন্যাংড়ার পুঁজিহীন উচ্ছন্ন কোমরে।

 

বৃষ্টি নামলো কামরুল হাসানের জাবদা খাতায়

বৃষ্টি নামলো বুক সেন্টারের চতুষ্কোণ ঘাসের কার্পেটে

বৃষ্টি নামলো রউফের তুলির আঁচড়ে

বৃষ্টি নামলো কায়সুল হকের কালো মসৃণ চামড়ার ব্যাগে

বৃষ্টি নামলো তরুণ কবির বুক পকেটের নির্মম বাঁ পাশে

বৃষ্টি নামলো চিকন যুবকের নিঃসঙ্গ সানগ্লাসে, গাড়ির বনেটে

বৃষ্টি নামলো এয়ারপোর্টের মতো মহিলার রঙচটা ঠোঁটে

টাপুরটুপুর টাইপরাইটারের শব্দে বৃষ্টি নামলো সারা মতিঝিলে।

এই রিমঝিম রিমঝিম বৃষ্টিরে ফোঁটায় কেউ আঙুলের টানে

আঁকে পাখি মাছ লতা পাতা বা নির্জন কারো মুখ

এই বৃষ্টি টেনে আনে কোনো এক ছায়াচ্ছন্ন গ্রীবার বিষন্ন দিন

এই বৃষ্টিতে কারো চোখ দ্যাখে টলমলে দু‘ফোঁটা দূর সরোবর

এই বৃষ্টিতে কেউ বসে বসে লেখে কারো নাম মগ্ন শাদা ড্রাফটপেপারে, একা

এই রিমঝিম রিমঝিম উদাসীন বৃষ্টির ছোঁয়ায় কারো চুলে-

স্বপ্নের আঙুল থেকে ঝরে হীরার অজস্র কুচিকুচি ফুল

এই বৃষ্টিতে কোনো এক বৃদ্ধকন্ঠে আলস্যে লতিয়ে ওঠে

পুরনোদিনের ফুরফুরে গানের চরণ-

পরক্ষণে লজ্জায় আবার পিয়নকে ডেকে বলেঃ

‘‘দে বাবা, নবাব এককাপ গরম গরম লেবুর চা’’

আর চোখ বুজে সহকারিণীর উষ্ণ চেয়ারের কথা ভাবে-

মনে হয় তার শাদা পায়ের গোলাপি কিয়দংশ

টেবিলের নিচে দিয়ে যেন তেরজারিমার মতো বাজে।

এই বৃষ্টিতে প্রাইভেট অ্যাসিসটেন্টের গলায় দোলে সচকিত সান্নিধ্যের কলি

আর ঐ দূর ত্রিকোণাকার একটা স্নাকবারে

একজন বুড়ো তাইওয়ানী হামবার্গার কামড়ে ধরে দেখছে বৃষ্টি

রিমঝিম রিমঝিম ফ্রিজের ভিতর থেকে বের করে দেওয়া ঠাণ্ডা কোকাকোলা

কনুইয়ে ভর দিয়ে আছে, জিন্স পরা লোকটা কি আত্মভোলা?

 

এই বৃষ্টিতে কোনো এক ‍সুদূর পুকুরে ফোটা পদ্মের পাতার মতো

বিজ্ঞাপনী সংস্থার নিঝুম

টেলিফোন অপারেটরের নৃত্যপরা কন্ঠ থেমে যায় হঠাৎ গহন রিসিভারে

আর শোনে উন্মনা বৃষ্টিতে কাঁচা পয়সার ঝনঝনাৎ রূপালী আওয়াজ

লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্রানজাকশনের মতো বৃষ্টি নামলো

বৃষ্টি নামলো

বৃষ্টি নামলো

বৃষ্টি নামলো সারা মতিঝিলে।

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199