বেশি চুরি যাওয়া বই নাইনটিন এইটি ফোর

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 11 Jul 2024

2985 বার পড়া হয়েছে

Shoes

রাশিয়ার প্রখ্যাত বুক চেইন স্টোর ‘চিতাই গোরাদ’ কর্তারা জানিয়েছেন, ২০২৩ সালে দেশের বিভিন্ন জায়গায় তাদের বইয়ের দোকানের তাক থেকে সবচাইতে বেশি চুরি হয়েছে জর্জ অরওয়েলের লেখা বহুল আলোচিত উপন্যাস ‘নাইনটিন এইটি ফোর’।

George_Orwell
জর্জ অরওয়েল

একচ্ছত্রবাদী এক শাসন ব্যবস্থা এবং বিকৃত সমাজের উত্থান নিয়ে লেখা এই উপন্যাসটির ৪৬০টি কপি। গত বছর এই স্টোর থেকে সবচাইতে বেশি বিক্রি হওয়া ১০টি বইয়ের তালিকাতেও রয়েছে ‘নাইনটিন এইটি ফোর’ উপন্যাসটি।

উপন্যাসটির পেপাররব্যাক সংস্করণ  প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে। বহুল পঠিত এই উপন্যাসের ২০২৪ সালে বয়স হলো ৭৫ বছর। সর্বগ্রাসী এক সরকার ব্যবস্থা, মানুষের নিষ্পেষিত জীবন আর তাদের কাঁধে চেপে বসা ভয়ের রাজত্ব নিয়ে অরওয়েল লিখেছিলেন ৩২৮ পৃষ্ঠার ‘নাইনটিন এইটি ফোর’। অরওয়েল যখন এই উপন্যাস লিখতে শুরু করেন তখন তিনি যক্ষা রোগে আক্রান্ত। লেখার জন্য চলে যান স্কটল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে বসেই লেখা শেষ করেন। তখন প্রতিদিন শরীরে ভীষণ যন্ত্রণা নিয়ে লেখার কাজ চালিয়ে যান তিনি।

রাশিয়ার বর্তমান সরকার এই উপন্যাসের ব্যাপক জনপ্রিয়তা নিয়ে মোটেও আনন্দিত নয়। রুশ পাঠকদের কাছে এই উপন্যাসের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চললে শাসকদের ভ্রু কুঁচকে ওঠে। ২০২২ সালে ‘নাইনটিন এইটি ফোর’ উপন্যাসের কপি বিনামূল্যে বিতরণ করার অপরাধে মস্কোতে দুই ব্যক্তিকে আটক করে সেখানকার আইনপ্রয়োগকারী সংস্থা। রুশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

জর্জ অরওয়েল এই উপন্যাস লেখা শেষ করার পর প্রকাশককে চিঠিতে জানিয়েছিলেন, তিনি এই উপন্যাসের নাম দিতে চান ‘লাস্ট ম্যান ইন ইউরোপ’। তবে পাশাপাশি ‘নাইনটিন এইটি ফোর’ নামটাও তার পছন্দের তালিকায় ছিলো।

তথ্যসূত্রঃ মস্কো টাইমস

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199