তানিয়া হাসানের তিন কবিতা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 17 Nov 2023

3290 বার পড়া হয়েছে

Shoes
তানিয়া হাসান

ভাঙা-সুন্দরের বিলাপ

চোখাচোখির উচ্চতার মতোই খাটের দৈর্ঘ্য ইঞ্চিখানেক বেশিই ছিলো। তোমার সতেরোশ স্কয়ারফিট ফ্ল্যাটের পাশেই ঘুমালো তাই উচ্চতর চাওয়া । ভাঙা-সুন্দর একত্রিত করেও দাগের দ্রোহে শোবার ঘর আইবুড়োই রয়ে গেল।  হু-হু জাগলো আলমারির ব্লাউজ রাখার হ্যাঙার। শোপিসের প্রেমঘণ্টায় অত্যাচারিত শব্দধ্বনি জানান দিচ্ছে,সুখবই ফুরিয়ে এসেছে।

টলমলে বুকে তুমিটা গেঁথে থেকো। না-ই বা মুখস্থ হোক সিঁদুরের নামতা! আমাদের নিঃশেষ শ্বাসের ধুলোয় হয়তো হাসবে না কাঠগোলাপ। মরণোত্তর দেহদানের প্রতিশ্রুতিতে কবরেও সেলাই হবে না তকদির...

আমরা কোথায় পাবো বলো আমাদের!

আড়াল

আমাদের একটা ভালোবাসা আছে…

শিশিরের ছাউনিতে আছে চৌকাঠহীন দরজা।

 

টেবিলের ওপর বাজে বোবা রেডিও

টক-মিষ্টি কথার রান্না হয়

ছটফটানি তোলে ঢেকুর …

তবে আমরা প্রেমভোজী নই;

 

আমাদের বাগানে হাসিফুল ফোটে

গাছভর্তি ডাসা ডাসা সুখ…

মনপুকুরে ঝিকমিক করে কাম

শুধু ছুঁয়ে দেওয়া বারন।

 

আমরা থাকি আমাদের আড়ালে…

 

ঈশ্বরের পেয়ালা

পুনঃহারানো পঞ্জিকা থেকে

ছিটকে গিয়েছে যে ঈশ্বরের পেয়ালা

তা হারাতে হারাতেও হারাইনি…

দাগ দিয়ে রেখেছি স্নিগ্ধ সংখ্যায়,

                  খলবলে রাজহাঁসের ডানায়।

 

বন্দেগিতে কোনো ত্রুটি ছিল না…

                   যুতসই মন্থন শেষে, 

বিরহের স্লোগানে স্লোগানে ভোগে প্রীত বাড়াই

সংজ্ঞাহীন ভেদে রচনা করি তুমুল দূরত্ব।

 

তারিখে হোঁচট খেতে খেতে

এগোতে থাকি দিনলিপির দিকে।

ডানা ভেঙে আলাদা করি পেয়ালা;

                     সংখ্যা চুরি যায় মন পৃষ্ঠায়…

 

চুমুকে চুমুকে পান করি স্নিগ্ধ চিৎ

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199