মৃত্যুর শতবর্ষে দুঃস্বপ্ন

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 4 Jul 2024

2915 বার পড়া হয়েছে

Shoes

ফ্রাঞ্জ কাফকার লেখায় দুঃস্বপ্ন, ভীতি পীড়িত জীবন আর শ্বাসরুদ্ধকর সময় বিশ্বসাহিত্যের ইতিহাসকে নতুন পথে চলতে বাধ্য  করেছে। কাফকাকে পরিচিত করেছে বিংশ শতাব্দীর সবচাইতে আলোচিত লেখক হিসাবে।

এ বছর এই কথাসাহিত্যিকের মৃত্যুর ১০০ বছর পূর্ণ হলো। ১৯২৪ সালের ৩ জুন মাত্র ৪০ বছর বয়সে কাফকা মৃত্যুবরণ করেন।

পৃথিবীজুড়ে কাফকার লেখনীর প্রভাব বলয়কে বলা হয়ে থাকে ‘কাফকায়েস্ক’। এই কাফকায়েস্ক বিষয়টা কী আসলে? কাফকা তার দিনপঞ্জিতে লিখে গিয়েছেন, ‘ভয়ংকর এক পৃথিবী আমি বয়ে চলেছি আমার মাথার ভিতরে। আমার নিজের ভিতরে ওগুলো ধরে রাখার চেয়ে হাজার গুণ ভালো হয় মাথা ছিঁড়ে-কেটে টুকরো করে ফেলা।’

কাফকা কোন ভয়ংকর পৃথিবীর কথা বলেছিলেন? যে পৃথিবীর উত্তরসূরী হয়ে আছি আমরা এখনো? কাফকা যে বন্দীত্ব, যে অদৃশ্য শৃংখলের কথা লিখে গেছেন আমাদের চারপাশে তার অস্তিত্ব কি আজও দৃশ্যমান নয়? কাফকা সেই কবে দেখতে পেয়েছিলেন সামাজিক ও রাজনৈতিক কাঠামোর নামে বানানো ব্যবস্থাগুলোই আসলে মানুষকে নিয়ন্ত্রণ করার, বশে রাখবার কৌশল। শাসকরা এরকম একটি ব্যবস্থাই কায়েম করেছে গোটা পৃথিবীতে। অগণিত যুদ্ধ, বিপ্লব, সামাজিক-রাজনৈতিক উত্থান পতনের পরেও আজকের পৃথিবীতে সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা ভীষণ ভাবে প্রাসঙ্গিক হয়ে আছে। কাফকা নিজের মৃত্যুর দুই বছর আগে লিখে গেছেন, লেখালেখির মাধ্যমেই খুনীদের সারি থেকে তিনি বের হয়ে নিজেকে পৃথক করতে পারেন। প্রশ্ন উঠতেই পারে, এই খুনীরা আসলে কারা? দমন-পীড়ন চালানো সরকার ব্যবস্থা, রাজনীতির অন্ধকারাচ্ছন্ন প্রবাহই আসলে কাফকার সেই খুনীরা। যে ব্যবস্থা মানুষকে এক ধরণের মনের শ্বাসরুদ্ধকর এক মানসিক অবস্থার কুঠুরিতে ঠেলে দিতে পারে, ভীতি তৈরি করতে পারে সেই ব্যবস্থার বিরুদ্ধে কেলম ধরেছিলেন কাফকা। তার কলম তলোয়ারের মতো পৃথিবীর সব দুঃশাসনমূলক ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লব করতে নামেনি। কাফকা দূর অতীতে বসে ভবিষ্যতের পৃথিবীর আভাস দিয়ে গেছেন যা এই একবিংশ শতাব্দীতেও ভীষণ সত্য।

‘কাফকায়েস্ক’ শব্দটার আভিধানিক অর্থ হিসেবে বলা আছে, ভীতিকর এবং বিপজ্জনক জটিলতা। এই ভীতিকর জগতের অস্তিত্ব আমরা নিয়ত চারপাশে উপলব্ধি করতে পারি। কাফকার মনের মধ্যে জেগে ওঠা সেই ভয়ের পৃথিবী এখনও দাঁত বের করে গিলতে আসে মানুষের মুক্তির বোধকে। কাফকা লিখে গিয়েছেন, ‘এমন এক কালে আমি বসবাস করছি যার বিরুদ্ধে লড়াইয়ের কোনো আইনী অধিকার আমার নেই। তবে এই কালের প্রতিনিধিত্ব করার অধিকার আমার আছে।’ কাফকার লেখা প্রমাণ করে, মৃত্যুর শতবর্ষে দাঁড়িয়ে আজও কতোটা প্রাসঙ্গিক তিনি। র সেই একই ভীতিকর রাজ্যে আমরা আজও বন্দী হয়ে আছি।

প্রাণের বাংলা ডেস্ক
তথ্যসূত্রঃ ইন্টারনেট, নিউইয়র্কার পত্রিকা
ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199