নবারুণ ভট্টাচার্যের কবিতা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 25 Aug 2022

7600 বার পড়া হয়েছে

Shoes
নবারুণ ভট্টাচার্য

কিছু একটা পুড়ছে

আড়ালে, বেরেতে, তোষকের তলায়, শ্মশানে
কিছু একটা পুড়েছেই
আমি ধোঁয়ার গন্ধ পাচ্ছি
বিড়ি ধরিয়েছে কেউ
কেউ উবু হয়ে ফুঁ দিচ্ছে উনুনে
কেউ চিতায় তুলে দিয়েছে
আন্ত্রিক রোগে মৃত শীর্ণতম শিশু
ওলট পালট খাচ্ছে জ্বলন্ত পাখি
কোথাও গ্যাসের সিলিণ্ডার ফেটেছে
কোথাও কয়লাখনিতে, বাজির কারখানায় আগুন
কিছু একটা পুড়ছে
চার কোনা ধরে গেছে
জ্বলন্ত মশারি নেমে আসছে ঘুমের মধ্যে
কিছু একটা পুড়ছে
ক্ষুধায় পুড়ছে নাড়ি, অন্ত্রেরা
ভালোবাসায় পুড়ছে যুবক
পুড়ছে কামনার শরীর, তুষ, মবিলে ভেজানো তুলো
কিছু একটা পুড়ছেই
হল্‌কা এসে লাগছে আঁচের
ইমারত, মূল্যবোধ, টাঙানো বিশাল ছবি
প্রতিশ্রুতি, টেলিভিশন, দুপ্তপ্রাপ্য বই
কিছু একটা পুড়ছে
আমি হাতড়ে হাতড়ে দেখছি কী পুড়ছে
কিছু একটা পুড়ছে
কী ছুঁয়ে হাতে ফোস্কা পড়ছে
কিছু একটা পুড়ছে, গনগন করছে
চুপ করে পুড়ছে, মুখ বুজে পুড়ছে
ঝড় যদি ওঠে তাহলে কিন্তু দপ করে জ্বলে উঠবে
কিছু একটা পুড়ছে বলছি
দমকলের গাড়ি, নাভিকুণ্ডল, সূর্য
কিছু একটা পুড়ছে
প্রকাশ্যে, চোখের ওপর
মানুষের মধ্যে
স্বদেশ!

কবিদের সঙ্গে আলাপ

এরকম কবিতা লেখো কেন
যা থরথর করে কাঁপে
ও মরতে ভয় পায়

বৃষ্টির সবকটা তীরে
বিষ মাখিয়ে দিচ্ছে চাঁদ
তোমার জন্যে

কাঁটা চামচের চারটে ফলা
তোমার হাঁ-এর মধ্যে এগোচ্ছে
শুধুই ফিরে আসবে বলে ?

এই যখন আয়োজন
তখন কী ছাতামাথা ভাবো

আর কবিতা লিখেই চলো
যাদের মরে যেতে এত ভয়
যে কেবল থরথর করে কাঁপে

হয় তারা সব কবিতাকে মেরে ফেলবে

কত কবিও তো মরে গেছে, বরফে, সমুদ্রে
বিদেশে স্বদেশে
লোরকা-র শরীরেই তো বৃষ্টির ফোঁটার মতো
বুলেটের দাগ
ফায়ারিং স্কোয়াডই যদি শেষ কথা হয়
মরে যাবে সব কবিতা।

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199